এবার ফিলিস্তিনিদের হামলায় নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা বেড়ে ২৮৬ জন হয়েছে। আজ রোববার ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের সেনাদের মৃতের সংখ্যা বেড়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, ‘ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে লড়াইয়ে নিহত আরও সাত সেনার নাম প্রকাশ করেছে।’ প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ফিলিস্তিনি সংগঠনগুলোর সঙ্গে চলমান লড়াইয়ে নিহত তাদের সেনাদের নতুন নাম প্রকাশ করে।
এদিকে ইসরায়েলের সাধারণ মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৩,০০ এ দাঁড়িয়েছে এবং গুরুত্বর আহত ইসরায়েলির সংখ্যা তিন হাজার চার শ’ ছাড়িয়েছে। গত সপ্তাহান্তে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় হামলা শুরু করে।
ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে মরিয়া হয়ে আবাসিক এলাকা, হাসপাতাল, মসজিদের মতো স্থাপনাতেও বোমাবর্ষণ করে যাচ্ছে। হামাস যখন ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল-আকসা স্ট্রম নামের সামরিক অভিযান শুরু করে তখন সংঘাতের সূত্রপাত হয়।
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ওই সামরিক অভিযানের সময় রকেট নিক্ষেপ করে এবং ভূমি, সমুদ্র ও আকাশপথে ইসরায়েলে হামলা করে। হামাস বলেছে, অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে হামলা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার প্রতিশোধ হিসেবে এই আল-আকসা স্ট্রম নামের সামরিক অভিযান চালানো হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, ‘ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে লড়াইয়ে নিহত আরও সাত সেনার নাম প্রকাশ করেছে।’ প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ফিলিস্তিনি সংগঠনগুলোর সঙ্গে চলমান লড়াইয়ে নিহত তাদের সেনাদের নতুন নাম প্রকাশ করে।
এদিকে ইসরায়েলের সাধারণ মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৩,০০ এ দাঁড়িয়েছে এবং গুরুত্বর আহত ইসরায়েলির সংখ্যা তিন হাজার চার শ’ ছাড়িয়েছে। গত সপ্তাহান্তে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় হামলা শুরু করে।
ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে মরিয়া হয়ে আবাসিক এলাকা, হাসপাতাল, মসজিদের মতো স্থাপনাতেও বোমাবর্ষণ করে যাচ্ছে। হামাস যখন ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল-আকসা স্ট্রম নামের সামরিক অভিযান শুরু করে তখন সংঘাতের সূত্রপাত হয়।
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ওই সামরিক অভিযানের সময় রকেট নিক্ষেপ করে এবং ভূমি, সমুদ্র ও আকাশপথে ইসরায়েলে হামলা করে। হামাস বলেছে, অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে হামলা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার প্রতিশোধ হিসেবে এই আল-আকসা স্ট্রম নামের সামরিক অভিযান চালানো হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি