স্বামী শুধু ভালোবাসেন কোনো রকমের ঝগড়াই করেন না এমন একটি অভিযোগ তুলে স্বামীকে ডিভোর্স দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের এক নারী। এ অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে শুনিয়েছেন ভারতের মুম্বাইভিত্তিক আইনজীবী ও কনটেন্ট ক্রিয়েটর তানিয়া আপাচু।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলছে, উত্তর প্রদেশে ২০২০ সালে ঘটা এক ঘটনাকেই সামনে এনেছেন ওই আইনজীবী। বিয়ের ১৮ মাস হওয়ার পরেও এক দিন ঝগড়া না হওয়ায় উত্তর প্রদেশের এক নারী তার স্বামীকে ডিভোর্স দেয়ার জন্য আবেদন করেন।
আইনজীবী তানিয়ার এ ইনস্টাগ্রাম ভিডিওটি ১৬ লাখ বার দেখা হয়েছে। এতে একজন ব্যবহারকারী লেখেন, বিয়ের আগে কাউন্সিলিং জরুরি। আরেক ব্যবহারকারী লেখেন, এসব কারণেই আমি বিয়ে করতে চাইছি না।
ওই ভিডিওতে আইনজীবী তানিয়া আরও কয়েকটি অবাক হওয়ার মতো ডিভোর্সের ঘটনার কথা শুনিয়েছেন। এর মধ্যে একটি ঘটনা ছিল স্ত্রী হানিমুনে গিয়ে অশ্লীল পোশাক পরায় তাকে ডিভোর্স দেন স্বামী। এ ছাড়া স্বামীর পা ছুঁতে না চাওয়ায় এক স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তার স্বামী। সূত্র: আনন্দবাজার
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলছে, উত্তর প্রদেশে ২০২০ সালে ঘটা এক ঘটনাকেই সামনে এনেছেন ওই আইনজীবী। বিয়ের ১৮ মাস হওয়ার পরেও এক দিন ঝগড়া না হওয়ায় উত্তর প্রদেশের এক নারী তার স্বামীকে ডিভোর্স দেয়ার জন্য আবেদন করেন।
আইনজীবী তানিয়ার এ ইনস্টাগ্রাম ভিডিওটি ১৬ লাখ বার দেখা হয়েছে। এতে একজন ব্যবহারকারী লেখেন, বিয়ের আগে কাউন্সিলিং জরুরি। আরেক ব্যবহারকারী লেখেন, এসব কারণেই আমি বিয়ে করতে চাইছি না।
ওই ভিডিওতে আইনজীবী তানিয়া আরও কয়েকটি অবাক হওয়ার মতো ডিভোর্সের ঘটনার কথা শুনিয়েছেন। এর মধ্যে একটি ঘটনা ছিল স্ত্রী হানিমুনে গিয়ে অশ্লীল পোশাক পরায় তাকে ডিভোর্স দেন স্বামী। এ ছাড়া স্বামীর পা ছুঁতে না চাওয়ায় এক স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তার স্বামী। সূত্র: আনন্দবাজার