এবার ইসরায়েলের সঙ্গে লড়াই চলছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী স্বশস্ত্র গোষ্ঠী হামাসের। এই যুদ্ধে হামাসের সঙ্গে যোগ দিতে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই তথ্য আগেই জানা যায়। এবার সংগঠনটি জানাল, ‘হামাসের সঙ্গে যোগ দিতে পুরোপুরি প্রস্তুত হিজবুল্লাহ।’
শুক্রবার এমন মন্তব্যই করেছেন হিজবুল্লাহের উপপ্রধান শেখ নাঈম কাসেম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, লেবাননের এই গোষ্ঠীর কার্যক্রমে সহায়তা করে ইরান। এদিকে গাজার পাশাপাশি লেবাননে আরও জোরদার হয়েছে ইসরায়েলের হিজবুল্লাহ বিরোধী অভিযান।
সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। লেবাননে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহের একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী। এনডিটিভি বলছে, ইসরায়েলের হাইফা শহরে হিজবুল্লাহের ২টি ড্রোনের অনুপ্রবেশ এবং ইসরায়েলি ড্রোনে গুলির জবাবে এ হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে ড্রোনটিও।
এদিকে হামাস-ইসরায়েল সংঘাতের মধ্যে সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে পাল্টাপাল্টি রকেট হামলায় জড়িয়েছে হিজবুল্লাহ। চলমান পরিস্থিতি বিবেচনায় ১৬ অক্টোবর পর্যন্ত লেবাননে সব ফ্লাইট বাতিল করেছে জার্মান এয়ারলাইনস লুফ্টহানজা। এদিকে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২ হাজার ২১৫ জন নিহত হয়েছেন।
শনিবার এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৭২৪ শিশু ও ৪৫৮ জন নারী রয়েছে। আহত হয়েছে ৮ হাজার ৭১৪ জন। ইসরায়েলের বোমা হামলায় এক দিনেই ৩২৪ জন নিহত হয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন ১ হাজারের বেশি।
শুক্রবার এমন মন্তব্যই করেছেন হিজবুল্লাহের উপপ্রধান শেখ নাঈম কাসেম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, লেবাননের এই গোষ্ঠীর কার্যক্রমে সহায়তা করে ইরান। এদিকে গাজার পাশাপাশি লেবাননে আরও জোরদার হয়েছে ইসরায়েলের হিজবুল্লাহ বিরোধী অভিযান।
সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। লেবাননে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহের একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী। এনডিটিভি বলছে, ইসরায়েলের হাইফা শহরে হিজবুল্লাহের ২টি ড্রোনের অনুপ্রবেশ এবং ইসরায়েলি ড্রোনে গুলির জবাবে এ হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে ড্রোনটিও।
এদিকে হামাস-ইসরায়েল সংঘাতের মধ্যে সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে পাল্টাপাল্টি রকেট হামলায় জড়িয়েছে হিজবুল্লাহ। চলমান পরিস্থিতি বিবেচনায় ১৬ অক্টোবর পর্যন্ত লেবাননে সব ফ্লাইট বাতিল করেছে জার্মান এয়ারলাইনস লুফ্টহানজা। এদিকে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২ হাজার ২১৫ জন নিহত হয়েছেন।
শনিবার এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৭২৪ শিশু ও ৪৫৮ জন নারী রয়েছে। আহত হয়েছে ৮ হাজার ৭১৪ জন। ইসরায়েলের বোমা হামলায় এক দিনেই ৩২৪ জন নিহত হয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন ১ হাজারের বেশি।