যুদ্ধের বিরুদ্ধে আওয়াজে তাঁর গলা কাঁপেনি কখনো। মুসলিমদের ওপর অত্যাচারের প্রতিবাদেও কখনো পিছ পা হননি। ২০১৯ সালে চীনের উইঘুরদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলে সে সময়ে তাঁর ক্লাব আর্সেনালের বিরাগভাজন হয়েছিলেন। সেই মেসুত ওজিল ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধে চুপ থাকেন কী করে!
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আজ তুরস্ক বংশোদ্ভুত সাবেক জার্মান মিডফিল্ডার ফিলিস্তিনের মুক্তি চেয়ে পোস্টে লিখেছেন, এই যুদ্ধে নিরীহ মানুষের – বিশেষ করে শিশুদের মৃত্যুতে তাঁর বুক ভেঙে যাচ্ছে।
এক্স-এ পোস্টে লিখেছেন ওজিল লিখেন, 'মানবতার জন্য প্রার্থনা করি। প্রার্থনা করি শান্তির জন্য। নিরীহ মানুষ, বিশেষ করে নিষ্পাপ শিশুরা এই যুদ্ধে প্রাণ হারাচ্ছে, সেটা দুই দিকেই। কী যে হৃদয়বিদারক এটা, কষ্টদায়ক। দয়া করে এই যুদ্ধ বন্ধ করুন’।
সেই পোস্টের সঙ্গে একটা গ্রাফিক জুড়ে দিয়েছেন ওজিল, যেখানে দেখা যায় তাঁর গায়ের জার্সিতে লেখা ‘উইঘুর’ ও ‘ফিলিস্তিন’ শব্দ দুটি। পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লেখা, ‘ফ্রি প্যালেস্টাইন।’
এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের দ্বন্দ্ব তো অনেক বছরের পুরোনো, এ যুদ্ধ চলছে অনেকদিন ধরে। তবে গত সাত দিনে নতুন করে এই যুদ্ধ বিশ্বে উদ্বেগের জন্ম দিয়েছে। সাত দিন আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর গাজা উপত্যকা অবরুদ্ধ করে সেখানে টানা বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এতে দুই পক্ষে প্রাণ হারিয়েছেন তিন হাজারের বেশি মানুষ, আহত আরও অনেক বেশি।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আজ তুরস্ক বংশোদ্ভুত সাবেক জার্মান মিডফিল্ডার ফিলিস্তিনের মুক্তি চেয়ে পোস্টে লিখেছেন, এই যুদ্ধে নিরীহ মানুষের – বিশেষ করে শিশুদের মৃত্যুতে তাঁর বুক ভেঙে যাচ্ছে।
এক্স-এ পোস্টে লিখেছেন ওজিল লিখেন, 'মানবতার জন্য প্রার্থনা করি। প্রার্থনা করি শান্তির জন্য। নিরীহ মানুষ, বিশেষ করে নিষ্পাপ শিশুরা এই যুদ্ধে প্রাণ হারাচ্ছে, সেটা দুই দিকেই। কী যে হৃদয়বিদারক এটা, কষ্টদায়ক। দয়া করে এই যুদ্ধ বন্ধ করুন’।
সেই পোস্টের সঙ্গে একটা গ্রাফিক জুড়ে দিয়েছেন ওজিল, যেখানে দেখা যায় তাঁর গায়ের জার্সিতে লেখা ‘উইঘুর’ ও ‘ফিলিস্তিন’ শব্দ দুটি। পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লেখা, ‘ফ্রি প্যালেস্টাইন।’
এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের দ্বন্দ্ব তো অনেক বছরের পুরোনো, এ যুদ্ধ চলছে অনেকদিন ধরে। তবে গত সাত দিনে নতুন করে এই যুদ্ধ বিশ্বে উদ্বেগের জন্ম দিয়েছে। সাত দিন আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর গাজা উপত্যকা অবরুদ্ধ করে সেখানে টানা বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এতে দুই পক্ষে প্রাণ হারিয়েছেন তিন হাজারের বেশি মানুষ, আহত আরও অনেক বেশি।