চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সেই ক্ষোভ হয়তো ঝাড়লেন আফগানিস্তানের বোলারদের উপর। ৬৩ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি।
এ সেঞ্চুরিতে ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন ৩৬ বর্ষী রোহিত। গড়লেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। আগে বিশ্বকাপে ৬টি সেঞ্চুরি করে কিংবদন্তির সাথে যৌথভাবে অবস্থান করছিলেন ভারতীয় অধিনায়ক। সেটি ছাড়িয়ে তার শতক এখন ৭টি।
এদিকে বিশ্বআসরে ৪৫ ম্যাচ খেলে শচীন পেয়েছিলেন ৬ সেঞ্চুরির দেখা। বিশ্বমঞ্চে ১৯ ম্যাচ খেলে রোহিতের সেঞ্চুরি সংখ্যা ৭। একই ম্যাচে দ্রুততম হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন ইনিংসের প্রথম দিকে।
এদিকে রোহিত-শচীনের পর ৫টি করে সেঞ্চুরি হাঁকিয়ে যৌথভাবে তিনে আছেন শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটার কুমার সাঙ্গাকারা এবং সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। সাঙ্গাকারা ৩৫ ম্যাচে এবং পন্টিং ৪২ ম্যাচে এ কীর্তি গড়েছেন।
এ সেঞ্চুরিতে ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন ৩৬ বর্ষী রোহিত। গড়লেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। আগে বিশ্বকাপে ৬টি সেঞ্চুরি করে কিংবদন্তির সাথে যৌথভাবে অবস্থান করছিলেন ভারতীয় অধিনায়ক। সেটি ছাড়িয়ে তার শতক এখন ৭টি।
এদিকে বিশ্বআসরে ৪৫ ম্যাচ খেলে শচীন পেয়েছিলেন ৬ সেঞ্চুরির দেখা। বিশ্বমঞ্চে ১৯ ম্যাচ খেলে রোহিতের সেঞ্চুরি সংখ্যা ৭। একই ম্যাচে দ্রুততম হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন ইনিংসের প্রথম দিকে।
এদিকে রোহিত-শচীনের পর ৫টি করে সেঞ্চুরি হাঁকিয়ে যৌথভাবে তিনে আছেন শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটার কুমার সাঙ্গাকারা এবং সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। সাঙ্গাকারা ৩৫ ম্যাচে এবং পন্টিং ৪২ ম্যাচে এ কীর্তি গড়েছেন।