এবার ব্যাপারটা অচিন্তনীয়। উপমহাদেশে একটি বৈশ্বিক পর্যায়ের টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু সে টুর্নামেন্টের কোনো উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিন্তু ভারত সেটাই করে দেখিয়েছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু করে দিয়েছে কোনো উদ্বোধনী অনুষ্ঠান না করেই।
এদিকে অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েও কেন তার বাস্তবায়ন হলো না, এর উপযুক্ত ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সেটা পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনুষ্ঠানের ব্যবস্থা করেছে বিসিসিআই।
ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। পাকিস্তানও দারুণ দুটি জয় পেয়েছে। এক মাসের মধ্যেই তৃতীয় ভারত-পাকিস্তান ম্যাচের আগে তাই আত্মবিশ্বাসের অভাব হবে না দুই দলের। তবে বিশ্বকাপ ইতিহাস ভারতে পক্ষে। এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে সাতবারের দেখায় কখনোই হারেনি ভারত।
এদিকে ম্যাচ নিয়ে উত্তেজনা তো আছেই, ম্যাচের আগেও আয়োজনে কমতি রাখতে চায় না বিসিসিআই। বিশ্বকাপ উপলক্ষে শচীন টেন্ডুলকার, রজনীকান্ত ও অমিতাভ বচ্চনদের গোল্ডেন টিকিট দিয়েছিল বোর্ড। ভারত-পাকিস্তান ম্যাচে এঁদের সবাইকে দেখা যাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এর বাইরেও অনেক ভিআইপি হাজির হবেন সেদিন। থাকবে গানের অনুষ্ঠান।
ম্যাচ উপলক্ষ্যে পাকিস্তানের ২০-২৫টি মিডিয়াকে আহমেদাবাদে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব অনিল প্যাটেল আরও জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে অনুষ্ঠান শুরু হবে, এবং আধঘন্টা চলবে। দুই দলকে মাঠে নিয়ে যাওয়ার জন্য মাসকট হিসেবে শিশুরাও থাকবে।
এদিকে অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েও কেন তার বাস্তবায়ন হলো না, এর উপযুক্ত ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সেটা পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনুষ্ঠানের ব্যবস্থা করেছে বিসিসিআই।
ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। পাকিস্তানও দারুণ দুটি জয় পেয়েছে। এক মাসের মধ্যেই তৃতীয় ভারত-পাকিস্তান ম্যাচের আগে তাই আত্মবিশ্বাসের অভাব হবে না দুই দলের। তবে বিশ্বকাপ ইতিহাস ভারতে পক্ষে। এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে সাতবারের দেখায় কখনোই হারেনি ভারত।
এদিকে ম্যাচ নিয়ে উত্তেজনা তো আছেই, ম্যাচের আগেও আয়োজনে কমতি রাখতে চায় না বিসিসিআই। বিশ্বকাপ উপলক্ষে শচীন টেন্ডুলকার, রজনীকান্ত ও অমিতাভ বচ্চনদের গোল্ডেন টিকিট দিয়েছিল বোর্ড। ভারত-পাকিস্তান ম্যাচে এঁদের সবাইকে দেখা যাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এর বাইরেও অনেক ভিআইপি হাজির হবেন সেদিন। থাকবে গানের অনুষ্ঠান।
ম্যাচ উপলক্ষ্যে পাকিস্তানের ২০-২৫টি মিডিয়াকে আহমেদাবাদে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব অনিল প্যাটেল আরও জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে অনুষ্ঠান শুরু হবে, এবং আধঘন্টা চলবে। দুই দলকে মাঠে নিয়ে যাওয়ার জন্য মাসকট হিসেবে শিশুরাও থাকবে।