এখন বাংলাদেশ ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ যেন সর্বরোগের ওষুধ! বল হোক বা ব্যাট, সমস্যা নিরাময়ে অধিনায়কের আস্থার জায়গা মিরাজ। ব্রেক থ্রুর প্রয়োজন? মিরাজ আছেন, সে ইনিংসের শুরুতে নতুন বলে হোক, মাঝে হোক বা ডেথ ওভারে। ইদানীং ব্যাটিংয়েও মিরাজেই মিলছে সমাধান।
কখনো ‘মেইক শিফট’ ওপেনার হিসেবে ইনিংস শুরু করছেন, কখনো আটে নেমে ফিনিশিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন। সম্প্রতি তিন, চারেও নামতে দেখা যাচ্ছে তাকে। কোথাও কোনো অভিযোগ নেই মিরাজের। মিরাজের এমন গুণ বেশ মনে ধরেছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের। দেশটির এক টেলিভিশন চ্যানেলে আলোচনার ফাঁকে মিরাজকে প্রশংসা করেন হাফিজ।
তিনি মনে করেন, মিরাজ এটা ভাবেনি যে তাকে বলির পাঠা বানানো হচ্ছে। হাফিজ বলেন, ‘আমার মনে হয় এটা তার কৃতিত্ব, তার মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে। সে এটা ভাবেনি যে তাকে বলির পাঠা বানানো হচ্ছে। এটাকে সুযোগ হিসেবে নিয়েছে এবং সেটাকে কাজে লাগিয়েছে। সে হয়তো এটা ভেবে নিয়েছে যে আমার প্রতিভা দেখানোর সুযোগ এটাই।’
অথচ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্বপ্নের মতো অভিষেকের পর কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটে বোলার তকমা নিয়েই কাটাতে হয় মিরাজকে। তিনি যে ব্যাটিং করতে পারেন সেটা যেন ভুলতে বসেছিল টিম ম্যানেজমেন্ট।
কখনো ‘মেইক শিফট’ ওপেনার হিসেবে ইনিংস শুরু করছেন, কখনো আটে নেমে ফিনিশিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন। সম্প্রতি তিন, চারেও নামতে দেখা যাচ্ছে তাকে। কোথাও কোনো অভিযোগ নেই মিরাজের। মিরাজের এমন গুণ বেশ মনে ধরেছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের। দেশটির এক টেলিভিশন চ্যানেলে আলোচনার ফাঁকে মিরাজকে প্রশংসা করেন হাফিজ।
তিনি মনে করেন, মিরাজ এটা ভাবেনি যে তাকে বলির পাঠা বানানো হচ্ছে। হাফিজ বলেন, ‘আমার মনে হয় এটা তার কৃতিত্ব, তার মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে। সে এটা ভাবেনি যে তাকে বলির পাঠা বানানো হচ্ছে। এটাকে সুযোগ হিসেবে নিয়েছে এবং সেটাকে কাজে লাগিয়েছে। সে হয়তো এটা ভেবে নিয়েছে যে আমার প্রতিভা দেখানোর সুযোগ এটাই।’
অথচ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্বপ্নের মতো অভিষেকের পর কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটে বোলার তকমা নিয়েই কাটাতে হয় মিরাজকে। তিনি যে ব্যাটিং করতে পারেন সেটা যেন ভুলতে বসেছিল টিম ম্যানেজমেন্ট।