জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ মে) ভোর সাড়ে ৫টার দিকে কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
কল্যাণী কাজী বিশিষ্ট নজরুলগীতি শিল্পী ছিলেন। তিনি নজরুল ইসলামের ছেলে কাজী অনিরুদ্ধের স্ত্রী ছিলেন। নজরুল সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে ‘সংগীত মহাসম্মান’ পুরস্কারে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার। এ ছাড়া তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
এদিকে কল্যাণী কাজীর মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, কল্যাণী কাজীর গাওয়া নজরুল গীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখতো। তার মৃত্যুতে সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।
কল্যাণী কাজী বিশিষ্ট নজরুলগীতি শিল্পী ছিলেন। তিনি নজরুল ইসলামের ছেলে কাজী অনিরুদ্ধের স্ত্রী ছিলেন। নজরুল সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে ‘সংগীত মহাসম্মান’ পুরস্কারে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার। এ ছাড়া তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
এদিকে কল্যাণী কাজীর মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, কল্যাণী কাজীর গাওয়া নজরুল গীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখতো। তার মৃত্যুতে সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।