গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর সিকদার (৪৫) নামের একজন নিহত হয়েছে। সোমবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৮ টার দিকে পৌরসভার মেয়রের বাসার সংলগ্ন প্রধান সড়কে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগীতায় দ্রুত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা এবং পেট্রল তেল ও মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ বিক্রেতা ছিলেন।
এ বিষয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে। পরে পরিবারের অনুরোধে তাদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে দুর্ঘটনায় দায়ী মোটরসাইকেলটি পুলিশ জব্দ করলেও চালক পলাতক রয়েছে।
গলাচিপা থানার ওসি শোণিত কুমার গায়েন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অনুরোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত ব্যক্তি গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা এবং পেট্রল তেল ও মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ বিক্রেতা ছিলেন।
এ বিষয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে। পরে পরিবারের অনুরোধে তাদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে দুর্ঘটনায় দায়ী মোটরসাইকেলটি পুলিশ জব্দ করলেও চালক পলাতক রয়েছে।
গলাচিপা থানার ওসি শোণিত কুমার গায়েন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অনুরোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।