পিএসজি ছেড়ে মধ্যপ্রাচ্যের ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার পর এখনও নিজের চিরচেনা ছন্দ খুঁজে পাননি ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়র। গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সৌদির ক্লাবটির হয়ে আল শাবাবের বিপক্ষে মাঠে নেমেছিলেন সেলেসাওদের এই তারকা। এই ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছে তার দল।
এদিন সতীর্থকে দিয়ে একটি গোলও করিয়েছেন নেইমার। তবে মিস করেছেন নিজের নেওয়া পেনাল্টি। এদিন ম্যাচের শুরু থেকেই বেশ স্বভাবসুলভ গতিতেই খেলেছেন তিনি। চিরচেনা আবহে ফাঁকি দিয়েছেন প্রতিপক্ষের রক্ষণকে। এমনকি ম্যাচে বেশ কয়েকটি গোলেরও সুযোগ তৈরি করেছিলেন, তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ছিল তার দল।
এরপর ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। দলের সবচেয়ে বড় এই তারকা গোল করতে ব্যর্থ হলেও ঠিকই জয় তুলে নিয়েছে তার। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৮তম মিনিটের দলকে এগিয়ে নেন কালিদু কুলিবালি। নেইমারের অ্যাসিস্টে গোল করেন এই ডিফেন্ডার।
এরপর ম্যাচের ৭৬তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন মিত্রোভিচ। নেইমারই সার্বিয়ান এই তারকাকে গোল করার সুযোগ করে দিয়েছিলেন। এরপর আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আল-হিলাল। এই জয়ে সৌদি প্রো লিগের শীর্ষ স্থানে ওঠে এসেছে নেইমারের দল। তবে এখনও গোলের প্রতীক্ষার পালা রয়েই গেল নেইমারের।
এদিন সতীর্থকে দিয়ে একটি গোলও করিয়েছেন নেইমার। তবে মিস করেছেন নিজের নেওয়া পেনাল্টি। এদিন ম্যাচের শুরু থেকেই বেশ স্বভাবসুলভ গতিতেই খেলেছেন তিনি। চিরচেনা আবহে ফাঁকি দিয়েছেন প্রতিপক্ষের রক্ষণকে। এমনকি ম্যাচে বেশ কয়েকটি গোলেরও সুযোগ তৈরি করেছিলেন, তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ছিল তার দল।
এরপর ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। দলের সবচেয়ে বড় এই তারকা গোল করতে ব্যর্থ হলেও ঠিকই জয় তুলে নিয়েছে তার। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৮তম মিনিটের দলকে এগিয়ে নেন কালিদু কুলিবালি। নেইমারের অ্যাসিস্টে গোল করেন এই ডিফেন্ডার।
এরপর ম্যাচের ৭৬তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন মিত্রোভিচ। নেইমারই সার্বিয়ান এই তারকাকে গোল করার সুযোগ করে দিয়েছিলেন। এরপর আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আল-হিলাল। এই জয়ে সৌদি প্রো লিগের শীর্ষ স্থানে ওঠে এসেছে নেইমারের দল। তবে এখনও গোলের প্রতীক্ষার পালা রয়েই গেল নেইমারের।