আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: টানা কয়েকদিন অবিরাম বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকিপুর ইউপির কুলানন্দপুর গ্রামের মানুষজন। এতেকরে কর্মহীন হয়ে পড়েছে নদী তীরবর্তী ওই এলাকার অধিকাংশ মানুষ। অপরদিকে খাবার জল ভালোভাবে না পাওয়ায় স্বাস্থ্য-ঝুঁকিতে পড়ছে অনেকে। সেকারণে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্বাবধান ও নির্দেশনায় এসব মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ আহসান হাবীব এর নেতৃত্বে কুলানন্দপুরের বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের প্রায় ১০০ টি পরিবারের মাঝে খাবার স্যালাইন ও জরুরী ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ মেডিকেল টিমে চিকিৎসক হিসেবে সঙ্গে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক বিমল চন্দ্র চক্রবর্তী, স্বাস্থ্য সহকারী আবু খায়ের নাসির, স্টোর কিপার আইনুল হক।
খবর নিয়ে জানা গেছে, ইতিমধ্যে শতাধিক পরিবার বন্যায় পানিতে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে কৃষক, শ্রমিক, দিনমজুরসহ অন্যান্য পেশার মানুষ। ক্ষতিগ্রস্ত এই সমস্ত পরিবার বর্তমানে মানবেতর জীবন-যাপন করছে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ওই এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় গর্ভবতী মহিলা থেকে শুরুকরে বয়োবৃদ্ধদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়। চিকিৎসার অভাবে অনাকাঙ্খিত মৃত্যু বা হতাহতের আশঙ্কা কমাতে উপজেলা প্রশাসনের নির্দেশেই একটি মেডিকেল টিম গঠন করে আমরা সেবা প্রদান করে যাচ্ছি।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ আহসান হাবীব এর নেতৃত্বে কুলানন্দপুরের বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের প্রায় ১০০ টি পরিবারের মাঝে খাবার স্যালাইন ও জরুরী ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ মেডিকেল টিমে চিকিৎসক হিসেবে সঙ্গে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক বিমল চন্দ্র চক্রবর্তী, স্বাস্থ্য সহকারী আবু খায়ের নাসির, স্টোর কিপার আইনুল হক।
খবর নিয়ে জানা গেছে, ইতিমধ্যে শতাধিক পরিবার বন্যায় পানিতে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে কৃষক, শ্রমিক, দিনমজুরসহ অন্যান্য পেশার মানুষ। ক্ষতিগ্রস্ত এই সমস্ত পরিবার বর্তমানে মানবেতর জীবন-যাপন করছে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ওই এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় গর্ভবতী মহিলা থেকে শুরুকরে বয়োবৃদ্ধদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়। চিকিৎসার অভাবে অনাকাঙ্খিত মৃত্যু বা হতাহতের আশঙ্কা কমাতে উপজেলা প্রশাসনের নির্দেশেই একটি মেডিকেল টিম গঠন করে আমরা সেবা প্রদান করে যাচ্ছি।