চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এস এম জাহিদ ইকবাল (৪৬) নামে এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আরেকটি প্রাইভেটকার মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন জাহিদ ইকবালের ছেলে এবং তার দুই বোন ও তাদের তিন সন্তান রয়েছে।
জানা গেছে, ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন জাহিদ ইকবাল। বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। অবশ্য তিনি ওই মাইক্রোবাসে ছিলেন না।
আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ ইকবালকে মৃত ঘোষণা করেন। আহত নার্গিস আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রানীসংকৈল থানার বর্তমান ওসি গুলফামুল ইসলাম জানান, জাহিদ ইকবাল চলতি বছরের জানুয়ারি মাসে বদলি হয়ে দিনাজপুর রেঞ্জ এসবিতে যুক্ত হয়েছেন। শুনেছি সকালে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
কুমিরা হাইওয়ে থানার ওসি শাহদাত হোসেন জানান, নিহতের লাশ ও দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ২টি কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আরেকটি প্রাইভেটকার মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন জাহিদ ইকবালের ছেলে এবং তার দুই বোন ও তাদের তিন সন্তান রয়েছে।
জানা গেছে, ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন জাহিদ ইকবাল। বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। অবশ্য তিনি ওই মাইক্রোবাসে ছিলেন না।
আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ ইকবালকে মৃত ঘোষণা করেন। আহত নার্গিস আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রানীসংকৈল থানার বর্তমান ওসি গুলফামুল ইসলাম জানান, জাহিদ ইকবাল চলতি বছরের জানুয়ারি মাসে বদলি হয়ে দিনাজপুর রেঞ্জ এসবিতে যুক্ত হয়েছেন। শুনেছি সকালে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
কুমিরা হাইওয়ে থানার ওসি শাহদাত হোসেন জানান, নিহতের লাশ ও দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ২টি কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।