এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে হাসান মাহমুদকে যোগ করা হয়েছে। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হালকা চোটে পড়েন আরেক পেসার তানজিম হাসান। সে জন্য বিকল্প ভাবনায় দলে যোগ করা হয়েছে হাসানকে। বিসিবির এক সূত্র বলেছে, ‘তানজিম হাসান সাকিবের একটু চোট আছে। তবে গুরুতর নয়। কাল সকালে তার অবস্থা বোঝা যাবে। হাসানকে সে জন্য দলে নিয়েছি।’
এদিকে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে এশিয়া কাপের দলে থাকা তিন পেসার হাসান, তাসকিন ও শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়। বিসিবির বিশ্বকাপ ভাবনায় আছেন এই তিন পেসার। তাই নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু হাসানের বিশ্রামটা বেশি লম্বা হলো না।
এদিকে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল থেকে ছিটকে পড়েন পেসার ইবাদত হোসেন। তাঁর জায়গায় বদলি হিসেবে নেওয়া হয় তানজিমকে। তিনি এশিয়া কাপের শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। ব্যাট হাতে করেন অপরাজিত ১৪ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকালের ম্যাচেও ভালো বোলিং করেন এই পেসার। উইকেট না পেলেও ৫.৪ ওভার বল করে ২৫ রান দেন।
এদিকে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে এশিয়া কাপের দলে থাকা তিন পেসার হাসান, তাসকিন ও শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়। বিসিবির বিশ্বকাপ ভাবনায় আছেন এই তিন পেসার। তাই নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু হাসানের বিশ্রামটা বেশি লম্বা হলো না।
এদিকে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল থেকে ছিটকে পড়েন পেসার ইবাদত হোসেন। তাঁর জায়গায় বদলি হিসেবে নেওয়া হয় তানজিমকে। তিনি এশিয়া কাপের শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। ব্যাট হাতে করেন অপরাজিত ১৪ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকালের ম্যাচেও ভালো বোলিং করেন এই পেসার। উইকেট না পেলেও ৫.৪ ওভার বল করে ২৫ রান দেন।