অনেক জল্পনা-কল্পনার পর বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ-দীপিকা-জন অভিনীত বলিউড সিনেমা ‘পাঠান’। শুক্রবার (১২ মে) থেকে দেশের ৪১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। ইতোমধ্যে প্রেক্ষাগৃহের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রেক্ষাগৃহে প্রথম সপ্তাহে শাহরুখ-দীপিকা অভিনীত এ সিনেমাটি ৪১ হলে দেখা যাবে। এর আগে সিনেমাটি দেশে মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর বোর্ডের ছাড়পত্রসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
বাংলাদেশে ‘পাঠান’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, আমাদের দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। নিজস্ব সার্ভারের আওতায় প্রদর্শন করা হবে সিনেমাটি। সঙ্গে ই-টিকিটিং এবং বক্স-অফিস থাকছে। এর মধ্যে কয়েকটি শোর টিকিট অগ্রিম শেষও হয়েছে।
এদিকে বুধবার (১০ মে) নিজের ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে ‘পাঠান’ এর প্রথম সপ্তাহের হল লিস্ট প্রকাশ করেন অনন্য মামুন। ক্যাপশনে লেখেন, ‘৪১ সিনেমা হল, ১৯৬ থেকে বেড়ে এখন ২০৬ শো সারা বাংলাদেশে।’
দেশের যেসব সিনেমা হলে দেখা যাবে পাঠান : স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি কমপ্লেক্স), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স (সিমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেপ্লেক্স (ঢাকা), আনন্দ (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), চিত্রামহল (পুরান ঢাকা), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি-উত্তরা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মুভি থিয়েটার গ্রান্ড সিলেট (সিলেট), বালি আর্কেড সিনেপ্লেক্স (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), হাই টেক পার্ক সিনেপ্লেক্স (রাজশাহী), ছায়াবানী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), চন্দ্রিমা (সাভার), দর্শন (ভৈরব), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সেনা অডিটোরিয়াম (সাভার), রাজ (কুলিয়ারচর), নন্দিতা (সিলেট), মর্ডান (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), নবীন (মানিকগঞ্জ), পূর্বাশা (স্বান্তাহর), লিবার্টি (খুলনা), শঙ্খ (খুলনা), মনিহার (যশোর), উল্কা (গাজীপুর), রাজ তীলক (রাজশাহী), রূপকথা (পাবনা), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), স্বপ্নিল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), সুগন্ধা (চট্টগ্রাম), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর), মম ইন (বগুড়া)।
বাংলাদেশে ‘পাঠান’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, আমাদের দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। নিজস্ব সার্ভারের আওতায় প্রদর্শন করা হবে সিনেমাটি। সঙ্গে ই-টিকিটিং এবং বক্স-অফিস থাকছে। এর মধ্যে কয়েকটি শোর টিকিট অগ্রিম শেষও হয়েছে।
এদিকে বুধবার (১০ মে) নিজের ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে ‘পাঠান’ এর প্রথম সপ্তাহের হল লিস্ট প্রকাশ করেন অনন্য মামুন। ক্যাপশনে লেখেন, ‘৪১ সিনেমা হল, ১৯৬ থেকে বেড়ে এখন ২০৬ শো সারা বাংলাদেশে।’
দেশের যেসব সিনেমা হলে দেখা যাবে পাঠান : স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি কমপ্লেক্স), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স (সিমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেপ্লেক্স (ঢাকা), আনন্দ (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), চিত্রামহল (পুরান ঢাকা), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি-উত্তরা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মুভি থিয়েটার গ্রান্ড সিলেট (সিলেট), বালি আর্কেড সিনেপ্লেক্স (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), হাই টেক পার্ক সিনেপ্লেক্স (রাজশাহী), ছায়াবানী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), চন্দ্রিমা (সাভার), দর্শন (ভৈরব), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সেনা অডিটোরিয়াম (সাভার), রাজ (কুলিয়ারচর), নন্দিতা (সিলেট), মর্ডান (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), নবীন (মানিকগঞ্জ), পূর্বাশা (স্বান্তাহর), লিবার্টি (খুলনা), শঙ্খ (খুলনা), মনিহার (যশোর), উল্কা (গাজীপুর), রাজ তীলক (রাজশাহী), রূপকথা (পাবনা), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), স্বপ্নিল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), সুগন্ধা (চট্টগ্রাম), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর), মম ইন (বগুড়া)।