এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই বৃষ্টিতে ভেসে গেছে। টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড নির্ধারিত ৪২ ওভারও শেষ করতে পারেনি। ৩৪ ওভার যখন চলছে, তখনকার বৃষ্টি পুরো খেলাই পরিত্যক্ত করে দেয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সহকারী কোচ (প্রথম দুই ম্যাচের জন্য প্রধান কোচ) নিক পোথাস যেমন বললেন, আবহাওয়া তো আর আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তবে দল যে ভালো খেলেছে, সে কথাও স্মরণ করে দিলেন। মন ভরে প্রশংসা করলেন মুস্তাফিজুর রহমানের।
বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক সিরিজ বলা যায় একে। দুই দল নেমেছে পূর্ণশক্তি ছাড়া। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওডিআই- এর ম্যাচে শুরু থেকেই ছিল বৃষ্টির শঙ্কা। সেই শঙ্কা সত্যি করে ম্যাচ-ই ভেসে গেছে। তবে বাংলাদেশ দল শুরুতে বল করতে নেমে দারুণ করেছে। মুস্তাফিজুর রহমান একাই তুলে নিয়েছেন প্রতিপক্ষের প্রথম ৩ উইকেট।
এদিকে মুস্তাফিজ-কে নিয়ে পোথাস বলেন, “এটা রোমাঞ্চকর। ফিজ গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করছে। সে নতুন বলে ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। অ্যালান ডোনাল্ডের সাথে কঠোর পরিশ্রম করেছে। এখন ফল দেখতে পাচ্ছেন, বিশ্বকাপের আগে ঠিক সময়ে ফলাফল পাচ্ছে। আমরা তাকে নিয়ে অনেক খুশি।”
পোথাস আরও যোগ করেন, “মুস্তাফিজের ডেথ বোলিং আস্থা রাখার মতো। তাকে ভোর ৩টায় ঘুম থেকে তুলেও যদি বলেন ডেথ ওভারে বল করতে হবে, তখনও সে বিশ্বের সেরা ডেথ বোলিং করবে।” পোথাস জানিয়ে রাখলেন, পরের ম্যাচে পিচ ভিন্নও হতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওডিআইতে বাংলাদেশ দল মুখোমুখি হবে আগামী ২৩ সেপ্টেম্বর, শনিবার।
বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক সিরিজ বলা যায় একে। দুই দল নেমেছে পূর্ণশক্তি ছাড়া। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওডিআই- এর ম্যাচে শুরু থেকেই ছিল বৃষ্টির শঙ্কা। সেই শঙ্কা সত্যি করে ম্যাচ-ই ভেসে গেছে। তবে বাংলাদেশ দল শুরুতে বল করতে নেমে দারুণ করেছে। মুস্তাফিজুর রহমান একাই তুলে নিয়েছেন প্রতিপক্ষের প্রথম ৩ উইকেট।
এদিকে মুস্তাফিজ-কে নিয়ে পোথাস বলেন, “এটা রোমাঞ্চকর। ফিজ গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করছে। সে নতুন বলে ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। অ্যালান ডোনাল্ডের সাথে কঠোর পরিশ্রম করেছে। এখন ফল দেখতে পাচ্ছেন, বিশ্বকাপের আগে ঠিক সময়ে ফলাফল পাচ্ছে। আমরা তাকে নিয়ে অনেক খুশি।”
পোথাস আরও যোগ করেন, “মুস্তাফিজের ডেথ বোলিং আস্থা রাখার মতো। তাকে ভোর ৩টায় ঘুম থেকে তুলেও যদি বলেন ডেথ ওভারে বল করতে হবে, তখনও সে বিশ্বের সেরা ডেথ বোলিং করবে।” পোথাস জানিয়ে রাখলেন, পরের ম্যাচে পিচ ভিন্নও হতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওডিআইতে বাংলাদেশ দল মুখোমুখি হবে আগামী ২৩ সেপ্টেম্বর, শনিবার।