দেশে অনন্ত জলিল ও বর্ষার অনেক দর্শকপ্রিয়তা আছে। এ জন্যই ‘কিল হিম’ সিনেমাটি ‘পাঠান’-এর কাছাকাছি যেতে পেরেছে বলে মন্তব্য করেছেন সিনেমাটির পরিচালক-প্রযোজক মো. ইকবাল। এবার ঈদে দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘কিল হিম’। তিনি আরও দাবি করেন, ‘কিল হিম’ একটি হলিউড স্টাইলের ছবি।
এদিকে মো. ইকবাল বলেন, ‘বাংলাদেশের হলগুলোতে ভারতীয় সিনেমা পাঠান এসেছে। পাঠান অনেক উন্নতমানের সিনেমা এবং এই সিনেমাটিকে ফাইট দেয়ার মতো বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সিনেমা হয়নি। তবে এ সিনেমার কাছাকাছি আমরা যেতে পারব।’
তিনি বলেন, বাংলা সিনেমা ‘কিল হিম’ নিয়ে ‘পাঠান’-এর কাছাকাছি যেতে পারব বলে মনে করি ও ভাবি আমি অলরেডি কাছাকাছি পৌঁছে গেছি। ‘পাঠান’ সিনেমাকে যদি ১০০ নম্বর দেয়া হয়, তাহলে ‘কিল হিম’ ২৫ পাবে।
মো. ইকবাল আরও বলেন, দর্শক খুবই ভালোভাবে গ্রহণ করেছে ‘কিল হিম’ সিনেমাটি। এ ছাড়া সিনিয়র ডিরেক্টর, প্রোডিউসার এ সিনেমার অনেক প্রশংসা করেছে। এমন দর্শক সাড়ায় আনন্দিত পরিচালক ইকবাল। তিনি বলেন, অনেকেই ফোন করে জানিয়েছেন তারা ‘কিল হিম’-এর টিকিট পাচ্ছেন না।
এদিকে ‘কিল হিম’ নিয়ে অনন্ত জলিলের দাবি, ছবিটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বলেন, ‘এতদিন সিনেমা সংক্রান্ত বিভিন্ন দায়িত্বে থাকায় অভিনয়ের দিকে মনোযোগ দিতে পারিনি। সেই দায়িত্বগুলো এবার ইকবাল ভাইকে (পরিচালক-প্রযোজক) দিয়েছি। আমি অভিনয়ের দিকে বেশি মনোযোগ দিয়েছি। ফলে সবকিছু ভালো হয়েছে। আর প্রযোজনা করব না। এখন থেকে শুধু অভিনয়ই করব।’
‘কিল হিম’ দিয়ে প্রথমবার নিজস্ব প্রযোজনার বাইরে কাজ করলেন বলে দাবি অনন্ত জলিলের। সুনাম মুভিজের ব্যানারে নির্মিত ও মো. ইকবালের পরিচালনায় এ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়া আরও আছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, ভারতের রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকে।
এর আগে গত বছরের কোরবানির ঈদে মুক্তি পায় অনন্ত জলিল ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্য ডে’। সিনেমাটি বেশ সাড়া ফেলে। সেখানেও অনন্তর বিপরীতে নায়িকা ছিলেন স্ত্রী বর্ষা। মানব ও মাদক পাচার নিয়ে বানানো ওই ছবিতে এই তারকা দম্পতিকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায়।
এদিকে মো. ইকবাল বলেন, ‘বাংলাদেশের হলগুলোতে ভারতীয় সিনেমা পাঠান এসেছে। পাঠান অনেক উন্নতমানের সিনেমা এবং এই সিনেমাটিকে ফাইট দেয়ার মতো বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সিনেমা হয়নি। তবে এ সিনেমার কাছাকাছি আমরা যেতে পারব।’
তিনি বলেন, বাংলা সিনেমা ‘কিল হিম’ নিয়ে ‘পাঠান’-এর কাছাকাছি যেতে পারব বলে মনে করি ও ভাবি আমি অলরেডি কাছাকাছি পৌঁছে গেছি। ‘পাঠান’ সিনেমাকে যদি ১০০ নম্বর দেয়া হয়, তাহলে ‘কিল হিম’ ২৫ পাবে।
মো. ইকবাল আরও বলেন, দর্শক খুবই ভালোভাবে গ্রহণ করেছে ‘কিল হিম’ সিনেমাটি। এ ছাড়া সিনিয়র ডিরেক্টর, প্রোডিউসার এ সিনেমার অনেক প্রশংসা করেছে। এমন দর্শক সাড়ায় আনন্দিত পরিচালক ইকবাল। তিনি বলেন, অনেকেই ফোন করে জানিয়েছেন তারা ‘কিল হিম’-এর টিকিট পাচ্ছেন না।
এদিকে ‘কিল হিম’ নিয়ে অনন্ত জলিলের দাবি, ছবিটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি বলেন, ‘এতদিন সিনেমা সংক্রান্ত বিভিন্ন দায়িত্বে থাকায় অভিনয়ের দিকে মনোযোগ দিতে পারিনি। সেই দায়িত্বগুলো এবার ইকবাল ভাইকে (পরিচালক-প্রযোজক) দিয়েছি। আমি অভিনয়ের দিকে বেশি মনোযোগ দিয়েছি। ফলে সবকিছু ভালো হয়েছে। আর প্রযোজনা করব না। এখন থেকে শুধু অভিনয়ই করব।’
‘কিল হিম’ দিয়ে প্রথমবার নিজস্ব প্রযোজনার বাইরে কাজ করলেন বলে দাবি অনন্ত জলিলের। সুনাম মুভিজের ব্যানারে নির্মিত ও মো. ইকবালের পরিচালনায় এ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়া আরও আছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, ভারতের রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকে।
এর আগে গত বছরের কোরবানির ঈদে মুক্তি পায় অনন্ত জলিল ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্য ডে’। সিনেমাটি বেশ সাড়া ফেলে। সেখানেও অনন্তর বিপরীতে নায়িকা ছিলেন স্ত্রী বর্ষা। মানব ও মাদক পাচার নিয়ে বানানো ওই ছবিতে এই তারকা দম্পতিকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায়।