এবার এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স করেন তানজিম সাকিব। কিন্তু পরে তিনি আলোচনায় আসেন এক বছর আগে ফেসবুকে নারীদের নিয়ে করা একটি পোস্টের কারণে। এর জের ধরে তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। পরে বিষয়টি খতিয়ে দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বোর্ডের সঙ্গে আলোচনায় সাকিব বিসিবিকে জানিয়েছেন, তিনি মোটেও নারীবিদ্বেষী নন। এমনকি কাউকে আঘাত করার জন্য সেই পোস্ট দেননি বলেও জানিয়েছেন তিনি।
এদিকে সদ্য সমাপ্ত এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলায় বল হাতে আলো ছড়িয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। সে ম্যাচে ৮ বলে ১৪ রান করার পাশাপাশি বল হাতে শুরুতেই রোহিত শর্মার উইকেট তুলে নেন তিনি। এরপর পেয়েছিলেন আরও এক উইকেট। নিজের আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই বেশ আলোচনায় আছেন সাকিব। তবে মাঠের পারফর্ম্যান্সের চেয়ে তাকে নিয়ে বেশি কথা হচ্ছে তরুণ এই টাইগার পেসারের ফেসবুক স্ট্যাটাস নিয়ে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে কয়েক বছর আগে দেয়া সাকিবের বেশ কয়েকটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট। ২০ বছর বয়সী তরুণ এ পেসারের পোস্ট নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নিজের মত প্রকাশ করতে গিয়ে টাইগার বোলার নারীদের হেয় করেছেন বলেও জানিয়েছেন অনেকেই।
এর আগে গত বছর দেয়া একটি পোস্টে সাকিব লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’ এছাড়াও, আরও একটি পোস্টে সাকিব বলেন, ‘ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’
সাকিবের এসব পোস্ট নিয়ে ভক্ত-সমর্থক সহ সকলের মাঝেই শুরু হয় তীব্র সমালোচনা। পরে গতকাল বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূস। এদিকে আজ মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমকে জালাল ইউনূস জানিয়েছেন, সাকিব তার ভুল বুঝতে পেরে তা স্বীকার করে নিয়েছেন। বিসিবির পক্ষ থেকেও তরুণ এ পেসারকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
জালাল ইউনূস বলেন, ‘ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে...। এ ব্যাপারে তার বক্তব্য হচ্ছে- কাউকে আঘাত করার উদ্দেশে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকেই দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও আঘাত যদি লেগে থাকে, সেজন্য সে দুঃখিত।’
তিনি আরও বলেন, ‘সে বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। সে একটা বড় কথা বলেছে- সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে আমার মাই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি। (সে কোনো ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব।’
এদিকে সদ্য সমাপ্ত এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলায় বল হাতে আলো ছড়িয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। সে ম্যাচে ৮ বলে ১৪ রান করার পাশাপাশি বল হাতে শুরুতেই রোহিত শর্মার উইকেট তুলে নেন তিনি। এরপর পেয়েছিলেন আরও এক উইকেট। নিজের আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই বেশ আলোচনায় আছেন সাকিব। তবে মাঠের পারফর্ম্যান্সের চেয়ে তাকে নিয়ে বেশি কথা হচ্ছে তরুণ এই টাইগার পেসারের ফেসবুক স্ট্যাটাস নিয়ে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে কয়েক বছর আগে দেয়া সাকিবের বেশ কয়েকটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট। ২০ বছর বয়সী তরুণ এ পেসারের পোস্ট নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নিজের মত প্রকাশ করতে গিয়ে টাইগার বোলার নারীদের হেয় করেছেন বলেও জানিয়েছেন অনেকেই।
এর আগে গত বছর দেয়া একটি পোস্টে সাকিব লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’ এছাড়াও, আরও একটি পোস্টে সাকিব বলেন, ‘ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’
সাকিবের এসব পোস্ট নিয়ে ভক্ত-সমর্থক সহ সকলের মাঝেই শুরু হয় তীব্র সমালোচনা। পরে গতকাল বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূস। এদিকে আজ মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমকে জালাল ইউনূস জানিয়েছেন, সাকিব তার ভুল বুঝতে পেরে তা স্বীকার করে নিয়েছেন। বিসিবির পক্ষ থেকেও তরুণ এ পেসারকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
জালাল ইউনূস বলেন, ‘ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে...। এ ব্যাপারে তার বক্তব্য হচ্ছে- কাউকে আঘাত করার উদ্দেশে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকেই দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও আঘাত যদি লেগে থাকে, সেজন্য সে দুঃখিত।’
তিনি আরও বলেন, ‘সে বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। সে একটা বড় কথা বলেছে- সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে আমার মাই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি। (সে কোনো ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব।’