ঠাকুরগাঁও থেকে: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঠাকুরগাঁওয়ে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানসহ অফিস সহকারী জুলফিকার আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সেই সাথে তাদের প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। সোমবার ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালত এর বিশেষ বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
দুদকের পিপি অ্যাডভোকেট সফিউজ্জামান চৌধুরী সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, একজন প্রাথমিক স্কুলের শিক্ষকর সাময়িকভাবে বরখাস্ত ছিলেন। সে বরখাস্ত আদেশ প্রত্যাহারের জন্য জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলী সেই শিক্ষকের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন। দুদকের তৎকালীন সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ সে ঘুষের টাকা লেনদেনের সময় হাতেনাতে ধৃত করেন এবং ২০১৯ সালের ৭ অক্টোবর একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হয়।
দন্ডবিধি ১৬১,১৬৫ ক,১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় তাদের এ কারাদন্ড ও অর্থ দন্ডাদেশ দেয় আদালত।
দুদকের পিপি অ্যাডভোকেট সফিউজ্জামান চৌধুরী সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, একজন প্রাথমিক স্কুলের শিক্ষকর সাময়িকভাবে বরখাস্ত ছিলেন। সে বরখাস্ত আদেশ প্রত্যাহারের জন্য জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলী সেই শিক্ষকের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন। দুদকের তৎকালীন সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ সে ঘুষের টাকা লেনদেনের সময় হাতেনাতে ধৃত করেন এবং ২০১৯ সালের ৭ অক্টোবর একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হয়।
দন্ডবিধি ১৬১,১৬৫ ক,১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় তাদের এ কারাদন্ড ও অর্থ দন্ডাদেশ দেয় আদালত।