এবার চলতি মৌসুমে পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লেখান নেইমার। অভিষেক ম্যাচে সতীর্থকে দিয়ে গোল করালেও দ্বিতীয় ম্যাচে লক্ষ্যভেদ করতে পারেননি ব্রাজিলীয় তারকা। ৩১ বর্ষী ফরোয়ার্ডের ব্যর্থতার রাতে তার দলও জয় পায়নি।
এদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সোমবার রাতে নাভবাহোর মুখোমুখি হয় আল হিলাল। ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে নেইমারদের মাঠ ছাড়তে হয়েছে। পুরো ম্যাচের আলো ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়ের দিকে থাকলেও দর্শকদের গোল উৎসবে ভাসাতে তিনি হন ব্যর্থ।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর প্রো লিগের ম্যাচে আল হিলালের জার্সিতে অভিষিক্ত নেইমার শুরুর একদশে না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ছিলেন।
এদিকে প্রথমার্ধে সফল আক্রমণ যেতে পারলেও ফিনিশিংয়ের অভাবে আল হিলাল গোল পায়নি। বিরতির পর পাল্টা আক্রমণে যায় নেইমারদের প্রতিপক্ষ দল। ৫২ মিনিটে সফলতাও আসে নাভবাহোরের, ১-০ গোলের এগিয়ে যায়।
এরপর নেইমারের কল্যাণে বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আল হিলাল। ৮৮ মিনিটে সুযোগ পেয়ে তিনি নিজেও বল জালে জড়াতে ব্যর্থ হন। তবে যোগ করা সময়ের ১০ মিনিটে ডিফেন্ডার আলী আল বুলাইহির লক্ষ্যভেদে ১-১ গোলের ড্রয়ে ম্যাচ শেষ হয়।
এদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সোমবার রাতে নাভবাহোর মুখোমুখি হয় আল হিলাল। ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে নেইমারদের মাঠ ছাড়তে হয়েছে। পুরো ম্যাচের আলো ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়ের দিকে থাকলেও দর্শকদের গোল উৎসবে ভাসাতে তিনি হন ব্যর্থ।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর প্রো লিগের ম্যাচে আল হিলালের জার্সিতে অভিষিক্ত নেইমার শুরুর একদশে না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ছিলেন।
এদিকে প্রথমার্ধে সফল আক্রমণ যেতে পারলেও ফিনিশিংয়ের অভাবে আল হিলাল গোল পায়নি। বিরতির পর পাল্টা আক্রমণে যায় নেইমারদের প্রতিপক্ষ দল। ৫২ মিনিটে সফলতাও আসে নাভবাহোরের, ১-০ গোলের এগিয়ে যায়।
এরপর নেইমারের কল্যাণে বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আল হিলাল। ৮৮ মিনিটে সুযোগ পেয়ে তিনি নিজেও বল জালে জড়াতে ব্যর্থ হন। তবে যোগ করা সময়ের ১০ মিনিটে ডিফেন্ডার আলী আল বুলাইহির লক্ষ্যভেদে ১-১ গোলের ড্রয়ে ম্যাচ শেষ হয়।