প্রচলিত আছে প্রথমবার প্রেমে পড়ার অভিজ্ঞতা ভোলা যায় না। সারা জীবন ওই প্রিয় মানুষটি রয়ে যায় মনের মণিকোঠায় কোনো এক অজ্ঞাত কুঠুরিতে। তবে ভিন্নমতও রয়েছে। অনেকে মনে করেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটিই প্রথম প্রেম। কেউ কেউ বলেন, প্রথম প্রেমে পড়ার অনুভূতি যেন বিশ্ব জয় করার মতো। দুচোখে শুধুই রঙিন স্বপ্ন ভেসে বেড়ায়।
আবার কেউ বলেন, প্রথম প্রেমে পড়লে আকাশ থেকে শূন্যে লাফ দেওয়ার মতো অনুভূতি হয়। ক্লাস ফাঁকি দিয়ে প্রেমিক-প্রেমিকার একসঙ্গে ঘুরে বেড়ানো কিংবা অকারণেই অফিস ছুটি নিয়ে কোনো কফি শপ বা রেস্তোরাঁয় ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় কিছু না ভেবে। তবে প্রথম প্রেম সবসময় দীর্ঘস্থায়ী বা সুখের হবে, এমনটা নয়।
ভালোবেসে প্রিয় মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন কিংবা পরিবারের কারণে মনের মানুষকে ছাড়তে হয়েছে এমন উদাহরণ ভুরিভুরি। তাদের কাছে প্রথম প্রেমের স্মৃতি নিঃসন্দেহে কষ্টের। তবে প্রথম প্রেমে সুখ বা দুঃখের যেমন অভিজ্ঞতাই থাকুক না কেন, কোথাও একটা খচখচানি থেকেই যায়। যে কারণে এত কথা সেই প্রসঙ্গে আসা যাক।
আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে আমেরিকায় দিবসটি প্রথম শুরু হয়। এরপর থেকে প্রতিবছর আমেরিকাসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে দিবসটি। তবে এই দিবসটি কীভাবে চালু হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। দিবসটিকে ঘিরে প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন করে নিতে পারেন আজ।
সম্ভব হলে খোঁজ নিতে পারেন এক সময়ের কাছের মানুষটির। আর যদি জীবনের প্রথম ভালো লাগার মানুষটিকে সঙ্গী হিসেবে পেয়ে থাকেন, তবে তো কথাই নেই। দুজনে মিলেই রোমন্থন করতে পারেন প্রথম প্রেমে পড়ার স্মৃতিময় দিনগুলো। তথ্যসূত্র: ন্যাশনাল টুডে, হলিডে ক্যালেন্ডার
আবার কেউ বলেন, প্রথম প্রেমে পড়লে আকাশ থেকে শূন্যে লাফ দেওয়ার মতো অনুভূতি হয়। ক্লাস ফাঁকি দিয়ে প্রেমিক-প্রেমিকার একসঙ্গে ঘুরে বেড়ানো কিংবা অকারণেই অফিস ছুটি নিয়ে কোনো কফি শপ বা রেস্তোরাঁয় ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় কিছু না ভেবে। তবে প্রথম প্রেম সবসময় দীর্ঘস্থায়ী বা সুখের হবে, এমনটা নয়।
ভালোবেসে প্রিয় মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন কিংবা পরিবারের কারণে মনের মানুষকে ছাড়তে হয়েছে এমন উদাহরণ ভুরিভুরি। তাদের কাছে প্রথম প্রেমের স্মৃতি নিঃসন্দেহে কষ্টের। তবে প্রথম প্রেমে সুখ বা দুঃখের যেমন অভিজ্ঞতাই থাকুক না কেন, কোথাও একটা খচখচানি থেকেই যায়। যে কারণে এত কথা সেই প্রসঙ্গে আসা যাক।
আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে আমেরিকায় দিবসটি প্রথম শুরু হয়। এরপর থেকে প্রতিবছর আমেরিকাসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে দিবসটি। তবে এই দিবসটি কীভাবে চালু হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। দিবসটিকে ঘিরে প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন করে নিতে পারেন আজ।
সম্ভব হলে খোঁজ নিতে পারেন এক সময়ের কাছের মানুষটির। আর যদি জীবনের প্রথম ভালো লাগার মানুষটিকে সঙ্গী হিসেবে পেয়ে থাকেন, তবে তো কথাই নেই। দুজনে মিলেই রোমন্থন করতে পারেন প্রথম প্রেমে পড়ার স্মৃতিময় দিনগুলো। তথ্যসূত্র: ন্যাশনাল টুডে, হলিডে ক্যালেন্ডার