এবার ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে গতকাল দেশে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে ফুরফুরে সাকিববাহিনী। তবে দেশে এসেও বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। সামনে ঘরের মাঠের নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তবে এই সিরিজে খেলছেন না সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। বিশ্বকাপের আগে বিশ্রামে থাকবেন তারা।
তবে সাকিবকে কী আর ক্লান্তি স্পর্শ করে! তাই তো দেশে ফিরেই মাঠের বাইরে ফের ব্যস্ত হয়ে পড়েছেন সাকিব। এবার দেশের একটি শীর্ষস্থানীয় বণিজ্যিক গ্রুপের অনুষ্ঠানে হাজির সাকিব। প্রতিষ্ঠানটির উৎপাদিত সিমেন্টের 'শুভেচ্ছাদূত' হিসেবে দায়িত্ব নিয়েছেন সাকিব। গতকাল শনিবার সিমেন্ট কোম্পানিটির সঙ্গে চুক্তি করেন তিনি। প্রধান নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সাকিবের সঙ্গে চুক্তি সম্পন্ন করে প্রতিষ্ঠানটি।
এর আগে মুঠোফোন কোম্পানিসহ বেশকিছু পণ্যের 'শুভেচ্ছাদূত' হয়েছেন তিন ফরম্যাটেই টাইগারদের এই অধিনায়ক। এছাড়া বিজ্ঞাপনেও নিয়মিত মুখ দেখিয়ে চলেছেন তিনি। এসব বিজ্ঞাপনে অংশ নিতে অনেক সময় জাতীয় দলের খেলার মাঝেও ছুটি নিয়েছেন তিনি। স্বল্পতম সময়ে একাধিক দেশ ভ্রমণেরও ঘটনা ঘটিয়েছেন অনেকবার। যা আলোচনার পাশাপাশি বিস্তর সমালোচনারও জন্ম দিয়েছে বিভিন্ন সময়। তবে মাঠের পারফরম্যান্স দিয়েই সকল সমালোচনার জবাব দিয়ে চলেছেন এই টাইগার অলরাউন্ডার।
তবে সাকিবকে কী আর ক্লান্তি স্পর্শ করে! তাই তো দেশে ফিরেই মাঠের বাইরে ফের ব্যস্ত হয়ে পড়েছেন সাকিব। এবার দেশের একটি শীর্ষস্থানীয় বণিজ্যিক গ্রুপের অনুষ্ঠানে হাজির সাকিব। প্রতিষ্ঠানটির উৎপাদিত সিমেন্টের 'শুভেচ্ছাদূত' হিসেবে দায়িত্ব নিয়েছেন সাকিব। গতকাল শনিবার সিমেন্ট কোম্পানিটির সঙ্গে চুক্তি করেন তিনি। প্রধান নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সাকিবের সঙ্গে চুক্তি সম্পন্ন করে প্রতিষ্ঠানটি।
এর আগে মুঠোফোন কোম্পানিসহ বেশকিছু পণ্যের 'শুভেচ্ছাদূত' হয়েছেন তিন ফরম্যাটেই টাইগারদের এই অধিনায়ক। এছাড়া বিজ্ঞাপনেও নিয়মিত মুখ দেখিয়ে চলেছেন তিনি। এসব বিজ্ঞাপনে অংশ নিতে অনেক সময় জাতীয় দলের খেলার মাঝেও ছুটি নিয়েছেন তিনি। স্বল্পতম সময়ে একাধিক দেশ ভ্রমণেরও ঘটনা ঘটিয়েছেন অনেকবার। যা আলোচনার পাশাপাশি বিস্তর সমালোচনারও জন্ম দিয়েছে বিভিন্ন সময়। তবে মাঠের পারফরম্যান্স দিয়েই সকল সমালোচনার জবাব দিয়ে চলেছেন এই টাইগার অলরাউন্ডার।