ভারত বিশ্বকাপের ঠিক আগ দিয়ে ফাইনালিস্ট দলকে হারানো সাকিবদের বড় টোটকা হিসেবে কাজ করবে, নিশ্চিত। শুধু তাই নয়, কাগজে-কলমে এই জয় দিয়ে বাংলাদেশ পাকিস্তানকেও টপকে গেছে। কীভাবে? হিসেব করে নেওয়া যাক। যত যাই হোক, শেষমেশ ভারতের বিপক্ষে বাংলাদেশের আজকের জয়টা সান্ত্বনার। শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিপক্ষে হেরে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ ছিটকে পড়েছিল আগেই, আজকের জয়টা সে যন্ত্রণাতে প্রলেপ দেবে খানিক, এর চেয়ে বেশি কিছু প্রাপ্তি নেই আর বাংলাদেশের।
আগামীকাল রবিবার এশিয়া কাপের ফাইনালে সহস্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এই ভারতই মাঠে নামবে। বিশ্বকাপের ঠিক আগ দিয়ে ফাইনালিস্ট দলকে হারানো সাকিবদের বড় টোটকা হিসেবে কাজ করবে, নিশ্চিত। শুধু তাই নয়, কাগজে-কলমে এই জয় দিয়ে বাংলাদেশ পাকিস্তানকেও টপকে গেছে। কীভাবে? হিসেব করে নেওয়া যাক। সুপার ফোরে পাকিস্তান জিতেছে একটি ম্যাচ, বাংলাদেশের বিপক্ষেই।
শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে, ভারতের বিপক্ষে তো রীতিমতো নাকানিচুবানি খেয়েছে। বাংলাদেশ আবার পাকিস্তানকে নাস্তানাবুদ করা সেই ভারতকে হারিয়েছে - শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে হারার পর। দুই দলের একটা করে জয় হলেও ভারতের বিপক্ষে ২২৮ রানে হারা পাকিস্তান নেট রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়েছে অনেক।
পাকিস্তানের সমান দুই পয়েন্ট নিয়ে ঋণাত্মক ০.৪৬৩ নেট রান রেট নিয়ে সুপার ফোর পর্ব শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের নেট রান রেট ঋণাত্মক ১.২৮৩ ; যা বাংলাদেশের চেয়ে অনেক কম। তাই এশিয়া কাপের সুপার ফোর পর্বে পাকিস্তানকে চারে ঠেলে তিনে উঠে এসেছে বাংলাদেশ। কিছুদিন আগেও যে দলটা ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে ছিল, তাদের চেয়ে উপরে থেকে এশিয়া কাপ শেষ করার ব্যাপারটা বাংলাদেশকে একটু হলেও স্বস্তি দেবে।
আগামীকাল রবিবার এশিয়া কাপের ফাইনালে সহস্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এই ভারতই মাঠে নামবে। বিশ্বকাপের ঠিক আগ দিয়ে ফাইনালিস্ট দলকে হারানো সাকিবদের বড় টোটকা হিসেবে কাজ করবে, নিশ্চিত। শুধু তাই নয়, কাগজে-কলমে এই জয় দিয়ে বাংলাদেশ পাকিস্তানকেও টপকে গেছে। কীভাবে? হিসেব করে নেওয়া যাক। সুপার ফোরে পাকিস্তান জিতেছে একটি ম্যাচ, বাংলাদেশের বিপক্ষেই।
শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে, ভারতের বিপক্ষে তো রীতিমতো নাকানিচুবানি খেয়েছে। বাংলাদেশ আবার পাকিস্তানকে নাস্তানাবুদ করা সেই ভারতকে হারিয়েছে - শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে হারার পর। দুই দলের একটা করে জয় হলেও ভারতের বিপক্ষে ২২৮ রানে হারা পাকিস্তান নেট রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়েছে অনেক।
পাকিস্তানের সমান দুই পয়েন্ট নিয়ে ঋণাত্মক ০.৪৬৩ নেট রান রেট নিয়ে সুপার ফোর পর্ব শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের নেট রান রেট ঋণাত্মক ১.২৮৩ ; যা বাংলাদেশের চেয়ে অনেক কম। তাই এশিয়া কাপের সুপার ফোর পর্বে পাকিস্তানকে চারে ঠেলে তিনে উঠে এসেছে বাংলাদেশ। কিছুদিন আগেও যে দলটা ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে ছিল, তাদের চেয়ে উপরে থেকে এশিয়া কাপ শেষ করার ব্যাপারটা বাংলাদেশকে একটু হলেও স্বস্তি দেবে।