এবার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, বিএনপিতে অনেক ভালো ভালো লোক ছিল। অনেক ভালো নেতা ছিল। কিন্তু বিএনপির ভালো লোকদের তারেক লাথি দিয়ে বের করে দিয়েছে। তারেক যেমন লোক তেমনই লোকজনকে সে বেছে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের সমরক্ষেত্রে আওয়ামী লীগের কর্মী সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় শামীম ওসমান বলেন, ‘সিদ্ধিরগঞ্জে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট থাকে। একবার করেছে আওয়ামী লীগ, তারপর জাতীয় পার্টি, তারপর আবার আওয়ামী লীগ, এখন সে বিএনপি। সে ক্ষমতায় থাকাকালীন আমার দলের ১৭ জনকে মেরেছে। সম্পর্কে সে আবার আমার মামুও হয়। আমার শাশুড়ির সাথে পড়ত।’
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে কোন্দলের নাটক করে বিএনপি নেতাকর্মীরা সময় টিভি ও একাত্তর টিভির সাংবাদিকদের নির্মমভাবে পেটাল। এখনই তারা পেটানো শুরু করে দিয়েছে। সেদিন হকাররা ধাওয়া না দিলে তো মেরেই ফেলত। তাই এদের ছাড় দেওয়া যাবে না।
সংসদ সদস্য আরো বলেন, ‘যারা এত দিন আমার নেত্রীকে, বঙ্গবন্ধুকে গালি দিয়েছেন, তারা সাবধান হয়ে যান। আমরা তো কাউকে আঘাত করিনি। তবে এবার ছাড় দেওয়া হবে না। নভেম্বরে তফসিল হবে। সেদিন তুইও সমান আমিও সমান। সেদিন খেলা হবে’।
এ সময় শামীম ওসমান বলেন, ‘সিদ্ধিরগঞ্জে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট থাকে। একবার করেছে আওয়ামী লীগ, তারপর জাতীয় পার্টি, তারপর আবার আওয়ামী লীগ, এখন সে বিএনপি। সে ক্ষমতায় থাকাকালীন আমার দলের ১৭ জনকে মেরেছে। সম্পর্কে সে আবার আমার মামুও হয়। আমার শাশুড়ির সাথে পড়ত।’
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে কোন্দলের নাটক করে বিএনপি নেতাকর্মীরা সময় টিভি ও একাত্তর টিভির সাংবাদিকদের নির্মমভাবে পেটাল। এখনই তারা পেটানো শুরু করে দিয়েছে। সেদিন হকাররা ধাওয়া না দিলে তো মেরেই ফেলত। তাই এদের ছাড় দেওয়া যাবে না।
সংসদ সদস্য আরো বলেন, ‘যারা এত দিন আমার নেত্রীকে, বঙ্গবন্ধুকে গালি দিয়েছেন, তারা সাবধান হয়ে যান। আমরা তো কাউকে আঘাত করিনি। তবে এবার ছাড় দেওয়া হবে না। নভেম্বরে তফসিল হবে। সেদিন তুইও সমান আমিও সমান। সেদিন খেলা হবে’।