আজ বৃষ্টিতে দেরিতে ম্যাচ শুরু হওয়ার পর নির্বিঘ্নেই চলছিল খেলা। ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে ব্যাট করছিল পাকিস্তান। কিন্তু দলটির ইনিংসের ২৮তম ওভারেই ঘটল বিপত্তি। আবার হানা দিল বৃষ্টি।
কলম্বোয় শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচটি এখন বৃষ্টির কারণে বন্ধ আছে। বাংলাদেশ সময় ৮টা ৪০ মিনিটে আবারও খেলা শুরু হয়। তবে ওভার কমে গেছে আরও ৩ ওভার। অর্থাৎ এখন ৪২ ওভারে খেলা হবে।
খেলা বন্ধ হওয়ার আগে ২৭.৪ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তুলেছে পাকিস্তান। থিকশানার করা ২৮তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ নওয়াজ বোল্ড হন। এরপরই হানা দেয় বৃষ্টি। ২২ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ানকেও তখন মাঠ ছেড়ে যেতে হয়।
পরে দ্রুতই বৃষ্টি থেমে হওয়ায় ইফতিখার আহমেদকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন রিজওয়ান। কিন্তু এমন সময় ফের বর্ষণ শুরু হয়। ফলে খেলা শুরু করা আর সম্ভব হয়নি।
কলম্বোয় শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচটি এখন বৃষ্টির কারণে বন্ধ আছে। বাংলাদেশ সময় ৮টা ৪০ মিনিটে আবারও খেলা শুরু হয়। তবে ওভার কমে গেছে আরও ৩ ওভার। অর্থাৎ এখন ৪২ ওভারে খেলা হবে।
খেলা বন্ধ হওয়ার আগে ২৭.৪ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তুলেছে পাকিস্তান। থিকশানার করা ২৮তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ নওয়াজ বোল্ড হন। এরপরই হানা দেয় বৃষ্টি। ২২ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ানকেও তখন মাঠ ছেড়ে যেতে হয়।
পরে দ্রুতই বৃষ্টি থেমে হওয়ায় ইফতিখার আহমেদকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন রিজওয়ান। কিন্তু এমন সময় ফের বর্ষণ শুরু হয়। ফলে খেলা শুরু করা আর সম্ভব হয়নি।