গ্লোবাল স্মার্টফোন টেকনোলজি কোম্পানি ‘অপো’ এর জনপ্রিয় ‘অপো এ১৭কে’ এবং ‘অপো এ৭৭’ স্মার্টফোনের দাম কমেছে। ‘অপো এ১৭কে’ স্মার্টফোনের আগের দাম ছিল ১৪,৯৯০ টাকা, যা কমিয়ে এখন ১৩,৯৯০ টাকা করা হয়েছে। ‘অপো এ৭৭’ এখন ১৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে, যার পূর্ব মূল্য ছিল ২০,৯৯০ টাকা।
অপো এ১৭কে ডিভাইসে রয়েছে ২.৩ গিগাহার্টজ অক্টাকোর হেলিও জি৩৫ প্রসেসর। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।ডিভাইসটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া, ডিভাইসটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চি এইচডি কালার রিচ ডিসপ্লে, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
‘অপো এ৭৭’ স্মার্টফোনটিতে রয়েছে ৪ জিবি র্যাম, ডিভাইসটিতে ১২৮ জিবি স্টোরেজ (রম), আছে হেলিও জি৩৫ ১২এনএম (ন্যানোমিটার) চিপসেট, ৩৩-ওয়াট সুপারভুক চার্জিং ক্ষমতা, ৬.৫৬-ইঞ্চি কালার-রিচ ডিসপ্লে। ৫০ মেগা পিক্সেল এআই ডুয়াল ক্যামেরা।
অপো এ১৭কে এবং অপো এ৭৭ স্মার্টফোন এখন নতুন সামঞ্জস্য করা দামে বাংলাদেশের সকল অনুমোদিত অপো স্টোরগুলিতে পাওয়া যাচ্ছে।
অপো এ১৭কে ডিভাইসে রয়েছে ২.৩ গিগাহার্টজ অক্টাকোর হেলিও জি৩৫ প্রসেসর। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।ডিভাইসটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া, ডিভাইসটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চি এইচডি কালার রিচ ডিসপ্লে, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
‘অপো এ৭৭’ স্মার্টফোনটিতে রয়েছে ৪ জিবি র্যাম, ডিভাইসটিতে ১২৮ জিবি স্টোরেজ (রম), আছে হেলিও জি৩৫ ১২এনএম (ন্যানোমিটার) চিপসেট, ৩৩-ওয়াট সুপারভুক চার্জিং ক্ষমতা, ৬.৫৬-ইঞ্চি কালার-রিচ ডিসপ্লে। ৫০ মেগা পিক্সেল এআই ডুয়াল ক্যামেরা।
অপো এ১৭কে এবং অপো এ৭৭ স্মার্টফোন এখন নতুন সামঞ্জস্য করা দামে বাংলাদেশের সকল অনুমোদিত অপো স্টোরগুলিতে পাওয়া যাচ্ছে।