চলতি এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। রোহিত শর্মাদের বিপক্ষে মুশফিকুর রহিমকে ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার ১৩ সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
জানা যায়, নবাগত সন্তানের পাশে থাকতে ছুটি বাড়ানোর আবেদন করেন মুশফিক। তারকা এই ক্রিকেটারের স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় পরিবারকে সময় দিতে চাচ্ছেন তিনি।
এদিকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এই মুহূর্তে তার পরিবারের সঙ্গে থাকা দরকার। আমরা পরিস্থিতিটা বুঝতে পারছি। তাই এই ম্যাচটা থেকে তাকে ছুটি দেওয়া হচ্ছে।’
এর আগে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফেরেন মুশফিক।
জানা যায়, নবাগত সন্তানের পাশে থাকতে ছুটি বাড়ানোর আবেদন করেন মুশফিক। তারকা এই ক্রিকেটারের স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় পরিবারকে সময় দিতে চাচ্ছেন তিনি।
এদিকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এই মুহূর্তে তার পরিবারের সঙ্গে থাকা দরকার। আমরা পরিস্থিতিটা বুঝতে পারছি। তাই এই ম্যাচটা থেকে তাকে ছুটি দেওয়া হচ্ছে।’
এর আগে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফেরেন মুশফিক।