ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে রাতারাতি তারকা বনে যান রিকশাচালক আকবর। এরপরের সময়টা বেশ ভালোই কাটছিল তার। কিন্তু শারীরিক নানা জটিলতায় গেল বছরের ১৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান আকবর। এদিকে আকবরের বিদায়ে অসহায় হয়ে পড়েন তার পরিবার। ঠিক তখনি পাশে দড়ান ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি আকবরের মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাকে চলচ্চিত্রের গানেও সুযোগ করে দেবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে ডিপজল সংবাদমাধ্যমকে জানান, আকবর অনেক ভালো ছিল। আমার ফুলবাড়িয়া বাড়ির এই রাস্তায়ই কিছুদিন থেকেছে। মাঝেমধ্যে আমার এখানে আসতো। আমি যখন যতুটুকু পেরেছি সহযোগিতা করেছি তাকে। তিনি বলেন, আকবরের মেয়ের পড়াশোনার জন্য আমি পাশে থাকব। আকবরের স্ত্রী আমার কাছে এসেছিলেন। আমি বলেছি সহযোগিতা করব। শুনেছি আকবরের মেয়ে বেশ ভালো গান করে। ভালো গান করলে অবশ্যই চলচ্চিত্রে ভালো কিছু করার সুযোগ দেব।
অভিনেতা বলেন, আকবর ভালো গান করতো। ওর মধ্যে প্রতিভা ছিল। তবে অকালে ছেলেটা সবাইকে ছেড়ে ওপারে চলে গেল। ওর পরিবারের সহযোগিতায় সবসময় পাশে থাকব আমি।
এ প্রসঙ্গে ডিপজল সংবাদমাধ্যমকে জানান, আকবর অনেক ভালো ছিল। আমার ফুলবাড়িয়া বাড়ির এই রাস্তায়ই কিছুদিন থেকেছে। মাঝেমধ্যে আমার এখানে আসতো। আমি যখন যতুটুকু পেরেছি সহযোগিতা করেছি তাকে। তিনি বলেন, আকবরের মেয়ের পড়াশোনার জন্য আমি পাশে থাকব। আকবরের স্ত্রী আমার কাছে এসেছিলেন। আমি বলেছি সহযোগিতা করব। শুনেছি আকবরের মেয়ে বেশ ভালো গান করে। ভালো গান করলে অবশ্যই চলচ্চিত্রে ভালো কিছু করার সুযোগ দেব।
অভিনেতা বলেন, আকবর ভালো গান করতো। ওর মধ্যে প্রতিভা ছিল। তবে অকালে ছেলেটা সবাইকে ছেড়ে ওপারে চলে গেল। ওর পরিবারের সহযোগিতায় সবসময় পাশে থাকব আমি।