সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিদায়ের দারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। তবে কাগজে-কলমে এখনও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে টাইগার বাহিনীর সামনে। আজ সোমবার ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় রিজার্ভ ডের ম্যাচে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। এর আগে রবিবার ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান করে ভারত।
সে সময়ে বৃষ্টির কারণে খেলা আর চালিয়ে নেয়া সম্ভব হয়নি। ফলে রিজার্ভ ডেতে ২৪.২ ওভার থেকে আবার ব্যাটিং শুরু করবে রোহিত শর্মার দল। এ দিকে রিজার্ভ ডেতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে ভারত-পাকিস্তানের ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত হতে পারে। যদি সেটি হয়, তাহলে কাগজে-কলমেও বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
সেটি একটু হিসাব করে দেখা যাক- ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হবে। তখন পাকিস্তানের পয়েন্ট হবে ৩, আর ভারতের ১। এরপর আগামীকাল মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ভারত জিতলে রোহিত শর্মাদের পয়েন্ট হবে ৩। আর শ্রীলঙ্কা জিতলে লঙ্কা বাহিনীর পয়েন্ট হবে ৪।
এছাড়া পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যারাই জিতুক না কেন, বাংলাদেশের আর সুযোগ থাকবে না। তাতে বাংলাদেশ পরের ম্যাচে ভারতকে হারালেও তলানিতে থেকে যাবে সাকিবের দল। তবে ভারত-পাকিস্তান ম্যাচটিতে বড় ব্যবধানে রোহিত শর্মার দল হারলে বাংলাদেশের সামনে একটা সুযোগ থাকবে।
সে সময়ে বৃষ্টির কারণে খেলা আর চালিয়ে নেয়া সম্ভব হয়নি। ফলে রিজার্ভ ডেতে ২৪.২ ওভার থেকে আবার ব্যাটিং শুরু করবে রোহিত শর্মার দল। এ দিকে রিজার্ভ ডেতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে ভারত-পাকিস্তানের ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত হতে পারে। যদি সেটি হয়, তাহলে কাগজে-কলমেও বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
সেটি একটু হিসাব করে দেখা যাক- ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হবে। তখন পাকিস্তানের পয়েন্ট হবে ৩, আর ভারতের ১। এরপর আগামীকাল মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ভারত জিতলে রোহিত শর্মাদের পয়েন্ট হবে ৩। আর শ্রীলঙ্কা জিতলে লঙ্কা বাহিনীর পয়েন্ট হবে ৪।
এছাড়া পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে যারাই জিতুক না কেন, বাংলাদেশের আর সুযোগ থাকবে না। তাতে বাংলাদেশ পরের ম্যাচে ভারতকে হারালেও তলানিতে থেকে যাবে সাকিবের দল। তবে ভারত-পাকিস্তান ম্যাচটিতে বড় ব্যবধানে রোহিত শর্মার দল হারলে বাংলাদেশের সামনে একটা সুযোগ থাকবে।