এবার আরেকটা এশিয়া কাপে ভরাডুবি বাংলাদেশের। বিশ্বকাপের আগমুহূর্তে বড় স্বপ্ন নিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে খেলতে নামলেও এখন পর্যন্ত গ্রুপপর্ব ও সুপার ফোর মিলিয়ে চার ম্যাচে জয় এসেছে মোটে একটিতে। তিন বার ফাইনালে খেলা সাকিবদের চলতি আসর থেকে বিদায়ঘণ্টাও বেজে গেছে ইতোমধ্যে। দলের এমন বাজে পারফরম্যান্সে যারপরনাই হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তারুণ্যনির্ভর এই দল নিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না বলেও মন্তব্য করেছেন তিনি। গণমাধ্যমের সামনে বোর্ড সভাপতি বলেন, ‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে আসছিল? আমি জানি না। এই টিম নিয়ে! আমার মনে হয় না। যদি কেউ বলে থাকে.... এতগুলা নতুন ছেলে খেলবে.... চ্যাম্পিয়ন হয়ে যাবে এশিয়া কাপে... এটা আমার মনে হয় না।’
অবশ্য এই কারণে দল নিয়ে শঙ্কা কারণও দেখেন না পাপন, ‘যদি তামিম আর শান্ত থাকত, লিটনও খেলত... আমি বলছি তামিম-লিটন-শান্ত... এক দুই তিনে খেলত, আর তখন যদি না হতো, তাহলে আমি বেশি শঙ্কায় থাকতাম। এখন যারা খেলছে তারা তো খেলার কথা না। তাই তাদের দোষ দিয়ে লাভটা কী? আমরা তো কখনো তাদের এই জায়গায় চিন্তাই করিনাই।’
পাপনের মতে মূল ক্রিকেটাররা না থাকায় সমস্যা তৈরি হয়েছে, ‘(শান্ত না থাকায়) আমাদের আরও একটি পরিবর্তন আনতে বাধ্য হতে হলো। এগুলো তো আগে থেকে জানা ছিল না। তাই আমি বলব, এখানে যারা খেলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা জেতা উচিত ছিল। এশিয়া কাপের সুপার ফোরে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকেই গিয়েছে বাংলাদেশ। সুপার ফোরের দুই ম্যাচেই ছিল ব্যাটিং ব্যর্থতা। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানরা।
তারুণ্যনির্ভর এই দল নিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না বলেও মন্তব্য করেছেন তিনি। গণমাধ্যমের সামনে বোর্ড সভাপতি বলেন, ‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে আসছিল? আমি জানি না। এই টিম নিয়ে! আমার মনে হয় না। যদি কেউ বলে থাকে.... এতগুলা নতুন ছেলে খেলবে.... চ্যাম্পিয়ন হয়ে যাবে এশিয়া কাপে... এটা আমার মনে হয় না।’
অবশ্য এই কারণে দল নিয়ে শঙ্কা কারণও দেখেন না পাপন, ‘যদি তামিম আর শান্ত থাকত, লিটনও খেলত... আমি বলছি তামিম-লিটন-শান্ত... এক দুই তিনে খেলত, আর তখন যদি না হতো, তাহলে আমি বেশি শঙ্কায় থাকতাম। এখন যারা খেলছে তারা তো খেলার কথা না। তাই তাদের দোষ দিয়ে লাভটা কী? আমরা তো কখনো তাদের এই জায়গায় চিন্তাই করিনাই।’
পাপনের মতে মূল ক্রিকেটাররা না থাকায় সমস্যা তৈরি হয়েছে, ‘(শান্ত না থাকায়) আমাদের আরও একটি পরিবর্তন আনতে বাধ্য হতে হলো। এগুলো তো আগে থেকে জানা ছিল না। তাই আমি বলব, এখানে যারা খেলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা জেতা উচিত ছিল। এশিয়া কাপের সুপার ফোরে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকেই গিয়েছে বাংলাদেশ। সুপার ফোরের দুই ম্যাচেই ছিল ব্যাটিং ব্যর্থতা। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানরা।