এবার ভারতের মুম্বাইয়ে নির্মাণাধীন ভবনের ৪০ তলা থেকে লিফট ছিড়ে পড়ে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে মুম্বায়ের থানে বাল্কুম এলাকার ঘোডবন্দর রোডের একটি নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন, মহেন্দ্র চৌপাল (৩২), রূপেশ কুমার দাস (২১), হারুন শেখ (৪৭), মিথলেশ (৩৫) এবং করিদাস (৩৮)। অপর একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আজ সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান ইয়াসিন তাদভি বলেন, এটি একটি নির্মাণাধীন লিফট ছিল, নিয়মিত লিফট নয়। ৪০ তলা থেকে ছিড়ে পার্কিং এলাকার তিনটি স্তরের মাটির নিচে পড়ে যায়।
খবর পেয়ে আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেল ও ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বেসমেন্ট পার্কিং থেকে শ্রমিকদের বের করে।
এদিকে ইয়াসিন তাদভি বলেন, লিফটের একটি সাপোর্টিং ক্যাবল ছিঁড়ে যাওয়া এই দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে লিফটের তার ছিড়ে গেল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত শ্রমিকেরা হলেন, মহেন্দ্র চৌপাল (৩২), রূপেশ কুমার দাস (২১), হারুন শেখ (৪৭), মিথলেশ (৩৫) এবং করিদাস (৩৮)। অপর একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আজ সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান ইয়াসিন তাদভি বলেন, এটি একটি নির্মাণাধীন লিফট ছিল, নিয়মিত লিফট নয়। ৪০ তলা থেকে ছিড়ে পার্কিং এলাকার তিনটি স্তরের মাটির নিচে পড়ে যায়।
খবর পেয়ে আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেল ও ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বেসমেন্ট পার্কিং থেকে শ্রমিকদের বের করে।
এদিকে ইয়াসিন তাদভি বলেন, লিফটের একটি সাপোর্টিং ক্যাবল ছিঁড়ে যাওয়া এই দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে লিফটের তার ছিড়ে গেল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।