ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে অংশ নিয়ে দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর টেকনোলজি পার্টনার পেটিএম ঘুরে দেখেছেন এবং এর ইউপিআই সম্পর্কে ধারণা নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় ক্যাশলেস বাংলাদেশ গড়তে দেশের মূলধারার অর্থনীতিতে মোবাইল লেনদেনের অবদান কতটা গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে পেটিএম কর্মকর্তাদের কাছ থেকে ধারণা নেন মাননীয় প্রধানমন্ত্রী।
গ্রাহকদের ডিজিটাল লেনদেন আরো নিরাপদ করতে ভারতের পেটিএম বর্তমানে নগদ লিমিটেডকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। ফলে গ্রাহকদের অন্যান্য মোবাইল আর্থিক সেবার তুলনায় নগদ অ্যাকাউন্ট এখন সবচেয়ে বেশি সুরক্ষিত।
আজ শনিবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশ্বের ২০ সদস্যের প্রধান অর্থনৈতিক গ্রুপের নেতাদের অংশগ্রহণে শুরু হওয়া ‘জি-২০ সম্মেলনে’ যোগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে স্বাগত জানান।
ভারতের সভাপতিত্বে ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে এবারের জি-২০ সম্মেলনে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য বিশ্ব নেতারা, ডিজিটাল রূপান্তর, জলবায়ু অর্থায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস), খাদ্যনিরাপত্তা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব এবং বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা ও সমাধান খুঁজে বের করবেন।
পাশাপাশি জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ মহামারির পরে অর্থনৈতিক পুনরুদ্ধার, ইউরোপে যুদ্ধের ফলে জ্বালানি, খাদ্য ও সারের মতো প্রয়োজনীয় পণ্যগুলোর বৈশ্বিক সরবরাহের মারাত্মক ব্যাঘাতের মতো চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করা যায়, তা তুলে ধরবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।