আজ এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি। গ্রুপ পর্বে দুই দলের মধ্যকার বিজয়ীর নাম জানতে দেয়নি বৃষ্টি। সুপার ফোরে তাই কোনো ঝুঁকি নিচ্ছে না এসিসি। টুর্নামেন্টের নিয়ম বদলে এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আলোচনাও হচ্ছে প্রচুর। গ্রুপপর্বে প্রথম ম্যাচে ভারতের টপ অর্ডারকে কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তানের পেস লাইনআপ। ৬৬ রানে ৪ উইকেট হারানো ভারতকে সেদিন লড়াইয়ে রেখেছিলেন হার্দিক পান্ডিয়া ও ইশান কিষাণ।
এদিকে শাহিন শাহ আফ্রিদি বরাবরের মতোই দুর্দান্ত ছিলেন। রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলিকে বিপদে ফেলেছেন গতি, বাউন্স ও সুইংয়ে। নাসিম শাহ, হারিস রউফও ছিলেন দারুণ। পাকিস্তানের পেস সামলাতে পারেনি ভারতের প্রথম তিন। এ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। শাহিনকে সামলাতে রোহিতের ব্যাটিং স্টান্স বদলানোও চোখে পড়েছে অনেকের। এরপর যখনই পাকিস্তানের পেস আক্রমণ নিয়ে কথা বলেছেন রোহিত-কোহলিরা, তাঁদের কণ্ঠে শ্রদ্ধা টের পাওয়া গেছে ভালোভাবে।
সাবেক পাকিস্তানি লেগ স্পিনার মুশতাক আহমেদের ধারণা, এতটা প্রশংসা করে দলের ক্ষতি করছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটাররা। সামা টিভিকে মুশতাক বলেছেন, ‘নেতা হিসেবে আপনি যখন দলের মধ্যে বা মিডিয়ার সামনে কথা বলেন, আপনার চোখের ভাষা দেখা যায় তখন। ছোটখাট ব্যাপারও বড় হয়ে যায়। আপনি যখন প্রতিপক্ষ নিয়ে বেশি কথা বলেন, অনেক বেশি প্রশংসা করেন, তরুণদের মনে হতে পারে, “ওরা ভালো, ওরা আমাদের চেয়ে ভালো।”’
এদিকে মুশতাকের ধারণা, তরুণদের মনে এমন চিন্তা ঢুকে পড়লে দলের জন্য সেটা ক্ষতিকর, ‘এটা দক্ষতার খেলা, মানসিকতারও খেলা। ভারতের দারুণ খেলোয়াড় আছে, কিন্তু ওরা খুব বেশি পাকিস্তানের প্রশংসা করছে। এটা আমাদের জন্য ভালো খবর। বিরাট ও রোহিত, ওরা শাহিন, নাসিম, বাবর আজমকে নিয়ে খুব বেশি কথা বলছে এবং এটা বাংলাদেশের জন্য ভালো খবর।’
এদিকে শাহিন শাহ আফ্রিদি বরাবরের মতোই দুর্দান্ত ছিলেন। রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলিকে বিপদে ফেলেছেন গতি, বাউন্স ও সুইংয়ে। নাসিম শাহ, হারিস রউফও ছিলেন দারুণ। পাকিস্তানের পেস সামলাতে পারেনি ভারতের প্রথম তিন। এ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। শাহিনকে সামলাতে রোহিতের ব্যাটিং স্টান্স বদলানোও চোখে পড়েছে অনেকের। এরপর যখনই পাকিস্তানের পেস আক্রমণ নিয়ে কথা বলেছেন রোহিত-কোহলিরা, তাঁদের কণ্ঠে শ্রদ্ধা টের পাওয়া গেছে ভালোভাবে।
সাবেক পাকিস্তানি লেগ স্পিনার মুশতাক আহমেদের ধারণা, এতটা প্রশংসা করে দলের ক্ষতি করছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটাররা। সামা টিভিকে মুশতাক বলেছেন, ‘নেতা হিসেবে আপনি যখন দলের মধ্যে বা মিডিয়ার সামনে কথা বলেন, আপনার চোখের ভাষা দেখা যায় তখন। ছোটখাট ব্যাপারও বড় হয়ে যায়। আপনি যখন প্রতিপক্ষ নিয়ে বেশি কথা বলেন, অনেক বেশি প্রশংসা করেন, তরুণদের মনে হতে পারে, “ওরা ভালো, ওরা আমাদের চেয়ে ভালো।”’
এদিকে মুশতাকের ধারণা, তরুণদের মনে এমন চিন্তা ঢুকে পড়লে দলের জন্য সেটা ক্ষতিকর, ‘এটা দক্ষতার খেলা, মানসিকতারও খেলা। ভারতের দারুণ খেলোয়াড় আছে, কিন্তু ওরা খুব বেশি পাকিস্তানের প্রশংসা করছে। এটা আমাদের জন্য ভালো খবর। বিরাট ও রোহিত, ওরা শাহিন, নাসিম, বাবর আজমকে নিয়ে খুব বেশি কথা বলছে এবং এটা বাংলাদেশের জন্য ভালো খবর।’