আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের কামারখন্দে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৯সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার কর্ণসূতি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার আমজাদ হোসেনের ছেলের জুয়েল রানা (৩৫) ও তার স্ত্রী রোকসানা (৩৩)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কর্ণসূতি গ্রামে অভিযান চালিয়ে জুয়েল রানার ঘর থেকে ১৫ কেজি গাঁজা, মাদক কেনাবেচার নগদ ৩৬ হাজার ৫০০ টাকা, দুটি বাটল মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা.রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী দুজন সম্পর্কে স্বামী -স্ত্রী। তাদের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা ও একটি মারামারির মামলা রয়েছে। তাদেরকে মাদক মামলা দিয়ে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কর্ণসূতি গ্রামে অভিযান চালিয়ে জুয়েল রানার ঘর থেকে ১৫ কেজি গাঁজা, মাদক কেনাবেচার নগদ ৩৬ হাজার ৫০০ টাকা, দুটি বাটল মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা.রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী দুজন সম্পর্কে স্বামী -স্ত্রী। তাদের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা ও একটি মারামারির মামলা রয়েছে। তাদেরকে মাদক মামলা দিয়ে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।