এবার জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শুরু করেছে আর্জেন্টিনা। বুয়েনস আয়ার্সে আজ শুক্রবার ৮ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন মেসি। আর এই গোল করে মেসি আরেকটি রেকর্ডে নাম লেখালেন।
আর জায়গা করে নিলেন তার বন্ধু এবং সাবেক সতীর্থ লুইস সুয়ারেজের পাশে। আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে শুক্রবার (৮ সেপ্টেম্বর) আর্জেন্টিনাকে ৭৭ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল আরেক লাতিন আমেরিকার দল ইকুয়েডর। তবে ম্যাচের ৭৮ মিনিটে মেসি ম্যাজিকে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ফ্রি কিক থেকে গোল করেন মেসি। আর এই গোল করে লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে ২৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন মেসি। যেখানে আগে এককভাবে শীর্ষে ছিলেন লুইস সুয়ারেজ। ম্যাচের ৭৭ মিনিটে আর্জেন্টাইন এক ফুটবলারকে ডি-বক্সের কিছুটা বাইরে ফাউল করে ইকুয়েডরের এক ফুটবলার।
যেই পজিশনটা ছিল মেসির ফ্রি কিক থেকে গোল করার সবচেয়ে আদর্শ জায়গা। সেখান থেকেই নেয়া মেসির ফ্রি কিকটি জাল খুঁজে পায়। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটির আগে বিশ্বকাপ বাছাইয়ে মেসির গোলসংখ্যা ছিল ২৮। ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আজ ইকুয়েডরের বিপক্ষে গোল করে সুয়ারেজের সঙ্গে যুগ্মভাবে টপ স্কোরার এখন মেসি।
পরবর্তী ম্যাচেই সুযোগ থাকছে রেকর্ডটা নিজের করে নেয়ার। বর্তমানে মেসির আন্তর্জাতিক গোল সংখ্যা ১৭৬ ম্যাচে ১০৪টি। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরের ম্যাচ বলিভিয়ার বিপক্ষে। আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ২ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আর জায়গা করে নিলেন তার বন্ধু এবং সাবেক সতীর্থ লুইস সুয়ারেজের পাশে। আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে শুক্রবার (৮ সেপ্টেম্বর) আর্জেন্টিনাকে ৭৭ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল আরেক লাতিন আমেরিকার দল ইকুয়েডর। তবে ম্যাচের ৭৮ মিনিটে মেসি ম্যাজিকে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ফ্রি কিক থেকে গোল করেন মেসি। আর এই গোল করে লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে ২৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন মেসি। যেখানে আগে এককভাবে শীর্ষে ছিলেন লুইস সুয়ারেজ। ম্যাচের ৭৭ মিনিটে আর্জেন্টাইন এক ফুটবলারকে ডি-বক্সের কিছুটা বাইরে ফাউল করে ইকুয়েডরের এক ফুটবলার।
যেই পজিশনটা ছিল মেসির ফ্রি কিক থেকে গোল করার সবচেয়ে আদর্শ জায়গা। সেখান থেকেই নেয়া মেসির ফ্রি কিকটি জাল খুঁজে পায়। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটির আগে বিশ্বকাপ বাছাইয়ে মেসির গোলসংখ্যা ছিল ২৮। ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আজ ইকুয়েডরের বিপক্ষে গোল করে সুয়ারেজের সঙ্গে যুগ্মভাবে টপ স্কোরার এখন মেসি।
পরবর্তী ম্যাচেই সুযোগ থাকছে রেকর্ডটা নিজের করে নেয়ার। বর্তমানে মেসির আন্তর্জাতিক গোল সংখ্যা ১৭৬ ম্যাচে ১০৪টি। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরের ম্যাচ বলিভিয়ার বিপক্ষে। আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ২ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।