আজ আগের ওভারে নাসিম শাহকে তিন বাউন্ডারি মেরে বাংলাদেশের দর্শকদের উচ্ছ্বাসে ভাসান লিটন দাস। শুরুতে মেহেদী হাসান মিরাজের উইকেট হারানোর ক্ষতিও পোষাতে থাকে। হুট করেই সেই লিটন বিলিয়ে এসেছেন মূল্যবান উইকেট। নাঈম শেখের সঙ্গে ৩১ রানে ভেঙে যায় দ্বিতীয় উইকেট জুটি।
নাসিমের ওই ওভারের পর বোলিংয়ে আসেন শাহীন শাহ আফ্রিদি। অফস্টাম্পের কিছুটা বাইরে সুইং করে বল আরও বেরিয়ে যাওয়ার সময় আলতো খোঁচা মারেন লিটন। বল জমা পড়া মোহাম্মদ রিজওয়ানের বিশ্বস্ত গ্লাভসে। লিটন ১৩ বলে ১৬ রান করেছেন চার বাউন্ডারিতে।
বাংলাদেশ ইনিংসের রানরেট ছয়ের উপরে রেখে আউট হন লিটন। এরপর ২৫ বলে ২০ করা নাইম ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন। ক্রিজে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান মুশফিক। এ প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ৯ ওভারে ৪ উইকেটে ৪৭ রান।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও সুপার ফোর পর্বে সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। লিটন একাদশে ফিরলেও ওপেনিংয়ে নামানো হয় অফস্পিনিং অলরাউন্ডারকে। ফেরেন রানের খাতা খোলার আগেই।
নাসিম শাহর বলে স্কয়ার লেগে ফখর জামানের হাতে সহজ ক্যাচ তুলে দেন মিরাজ। দ্বিতীয় ওভারের প্রথম বলে বাংলাদেশের স্কোরকার্ডে কোনো রান ওঠার আগেই বিচ্ছিন্ন হয় ওপেনিং জুটি। শাহীন আাফ্রিদির প্রথম ওভারটি মোকাবেলা করেন নাঈম শেখ। সুইং বোলিংয়ে মেডেন ওভার পান বাঁহাতি পেসার।
জ্বরের ধকল কাটিয়ে ফেরা নিয়মিত ওপেনার লিটন ব্যাট করছেন তিনে। নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে যান। সেই জায়গায় খেলছেন লিটন। একটি পরিবর্তন নিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ।
নাসিমের ওই ওভারের পর বোলিংয়ে আসেন শাহীন শাহ আফ্রিদি। অফস্টাম্পের কিছুটা বাইরে সুইং করে বল আরও বেরিয়ে যাওয়ার সময় আলতো খোঁচা মারেন লিটন। বল জমা পড়া মোহাম্মদ রিজওয়ানের বিশ্বস্ত গ্লাভসে। লিটন ১৩ বলে ১৬ রান করেছেন চার বাউন্ডারিতে।
বাংলাদেশ ইনিংসের রানরেট ছয়ের উপরে রেখে আউট হন লিটন। এরপর ২৫ বলে ২০ করা নাইম ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন। ক্রিজে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান মুশফিক। এ প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ৯ ওভারে ৪ উইকেটে ৪৭ রান।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও সুপার ফোর পর্বে সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। লিটন একাদশে ফিরলেও ওপেনিংয়ে নামানো হয় অফস্পিনিং অলরাউন্ডারকে। ফেরেন রানের খাতা খোলার আগেই।
নাসিম শাহর বলে স্কয়ার লেগে ফখর জামানের হাতে সহজ ক্যাচ তুলে দেন মিরাজ। দ্বিতীয় ওভারের প্রথম বলে বাংলাদেশের স্কোরকার্ডে কোনো রান ওঠার আগেই বিচ্ছিন্ন হয় ওপেনিং জুটি। শাহীন আাফ্রিদির প্রথম ওভারটি মোকাবেলা করেন নাঈম শেখ। সুইং বোলিংয়ে মেডেন ওভার পান বাঁহাতি পেসার।
জ্বরের ধকল কাটিয়ে ফেরা নিয়মিত ওপেনার লিটন ব্যাট করছেন তিনে। নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে যান। সেই জায়গায় খেলছেন লিটন। একটি পরিবর্তন নিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ।