আসরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু মসজিদ থেকে আজান এখনো শোনা যায়নি। বিষয়টিতে খটকা লাগে স্থানীয় মুসল্লিদের। পরে তারা গিয়ে দেখতে পান ইমামের নিথর দেহ পড়ে আছে মসজিদের ভেতরে। গতকাল মঙ্গলবার ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য খান বাড়ি জামে মসজিদে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, ইমামের নাম মাওলানা আব্দুল আজিজ (৩৮)। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা। আব্দুল আজিজ ওই মসজিদের ইমাম এবং একইসঙ্গে মুয়াজ্জিনও ছিলেন।
জোহরের নামাজের পর মসজিদের প্রাঙ্গণ পরিষ্কার এবং নিজের কাপড় ধুয়ে খাওয়াদাওয়া করতে দেখা যায় তাকে। কাজ শেষে হয়ত তিনি মসজিদের ভেতর ঘুমিয়ে পড়েন। পরে আসরের নামাজের সময় মসজিদের মাইকে আজান না হওয়ায় মুসল্লিরা মসজিদে এসে দেখেন তিনি মারা গেছেন।
এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি মেম্বার) সিরাজ খান বলেন, ‘শুনেছি দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলে মসজিদের ভেতর তিনি মারা যান। এলাকাবাসীর ধারণা তিনি হিট স্ট্রোকে মারা গেছেন।’
জানা গেছে, ইমামের নাম মাওলানা আব্দুল আজিজ (৩৮)। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা। আব্দুল আজিজ ওই মসজিদের ইমাম এবং একইসঙ্গে মুয়াজ্জিনও ছিলেন।
জোহরের নামাজের পর মসজিদের প্রাঙ্গণ পরিষ্কার এবং নিজের কাপড় ধুয়ে খাওয়াদাওয়া করতে দেখা যায় তাকে। কাজ শেষে হয়ত তিনি মসজিদের ভেতর ঘুমিয়ে পড়েন। পরে আসরের নামাজের সময় মসজিদের মাইকে আজান না হওয়ায় মুসল্লিরা মসজিদে এসে দেখেন তিনি মারা গেছেন।
এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি মেম্বার) সিরাজ খান বলেন, ‘শুনেছি দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলে মসজিদের ভেতর তিনি মারা যান। এলাকাবাসীর ধারণা তিনি হিট স্ট্রোকে মারা গেছেন।’