গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৯ মে) নির্ধারিত দিনে গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এসব প্রতীক বরাদ্দ দেন। মেয়র পদে ৮ প্রার্থীর জন্য বরাদ্দকৃত প্রতীকগুলো হচ্ছে- গণফ্রন্টের আতিকুল ইসলাম (মাছ), অ্যাড.আজমত উল্লাহ খান (নৌকা), এম এম নিয়াজ উদ্দিন (লাঙ্গল), গাজী আতাউর রহমান (হাতপাখা), জায়েদা খাতুন (টেবিল ঘড়ি), সরকার শাহানুর ইসলাম রনি (হাতি), রাজু আহম্মেদ (গোলাপ ফুল) ও হারুন অর রশিদ (ঘোড়া)। মেয়র প্রার্থীরা এসে তাদের প্রতীক গ্রহণ করেন। প্রতীক পাওয়ার পরপরই তাদের কর্মী সমর্থক আনুষ্ঠানিক প্রচার প্রচরণা শুরু করে।
আজ সকাল সাড়ে ১১ টায় স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন প্রতীক নিতে আসেন। এসময় সঙ্গে তার ছেলে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছিলেন। এদিকে প্রতীক পাওয়ার পর জায়েদা খাতুন বলেন, লটারিতে টেবিল ঘড়ি মার্কা পেয়েছি। আমি গাজীপুর সিটি কর্পোরেশনের সবার কাছে ভোট চাই। আপনারা গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়নের জন্য ঘড়ি মার্কায় ভোট চাই৷ আমি লড়াই করছি জনগণের জন্য। আমার সাথে সিটি কর্পোরেশনের জনগণ রয়েছে। আমি আমার এবং ভোটারের নিরাপত্তা চাই। আমি নির্বাচন কমিশনারের কাছে একটা সুষ্ঠু ভোট চাই। নির্বাচনে জয়লাভ করলে কি করবেন এমন প্রশ্নে জায়েদা খাতুন বলেন, এই শহরের সবচেয়ে বড় সমস্যা রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা। আমি জয়লাভ করলে আগে এই রাস্তা ও ড্রেনেজ ঠিক করবো।
জানা গেছে, সোমবার (৮ মে) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের কেউ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। এতে করে নির্বাচনে চুড়ান্তভাবে মেয়র পদে আট জন সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২ জন, সাধারণ কাউন্সিল পদে ২৮৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
আজ সকাল সাড়ে ১১ টায় স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন প্রতীক নিতে আসেন। এসময় সঙ্গে তার ছেলে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছিলেন। এদিকে প্রতীক পাওয়ার পর জায়েদা খাতুন বলেন, লটারিতে টেবিল ঘড়ি মার্কা পেয়েছি। আমি গাজীপুর সিটি কর্পোরেশনের সবার কাছে ভোট চাই। আপনারা গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়নের জন্য ঘড়ি মার্কায় ভোট চাই৷ আমি লড়াই করছি জনগণের জন্য। আমার সাথে সিটি কর্পোরেশনের জনগণ রয়েছে। আমি আমার এবং ভোটারের নিরাপত্তা চাই। আমি নির্বাচন কমিশনারের কাছে একটা সুষ্ঠু ভোট চাই। নির্বাচনে জয়লাভ করলে কি করবেন এমন প্রশ্নে জায়েদা খাতুন বলেন, এই শহরের সবচেয়ে বড় সমস্যা রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা। আমি জয়লাভ করলে আগে এই রাস্তা ও ড্রেনেজ ঠিক করবো।
জানা গেছে, সোমবার (৮ মে) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের কেউ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। এতে করে নির্বাচনে চুড়ান্তভাবে মেয়র পদে আট জন সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২ জন, সাধারণ কাউন্সিল পদে ২৮৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।