চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচেই বড় ধরনের ধাক্কা খেয়েছে সাকিব আল হাসানের দল। ১৬৪ রানে অলআউট হওয়া ম্যাচে লঙ্কানদের কাছে টাইগাররা হেরেছে ৫ উইকেটের বড় ব্যবধানে। টাইগার ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্স নিয়ে আলোচনা বেশি হচ্ছে। লঙ্কান বোলারদের বিপক্ষে এদিন নাজমুল হোসেন শান্ত (৮৯) বাদে সব ব্যাটারই হয়েছেন ব্যর্থ।
এদিকে দলের এমন ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারের পর গতকাল শুক্রবার গণমাধ্যমকর্মীরা ভিড় করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানস্থ বাসভবনে। তবে এদিন চুপচাপই ছিলেন বিসিবি প্রধান।
এ সময় সংক্ষিপ্ত কথায় পাপন বলেন, 'কি কথা বলবো? ক্যাপ্টেন কোচ কারো সাথেই তো কথা হয়নি!' গণমাধ্যমের সঙ্গে এরপর আর কোনো কথা বলেননি তিনি। প্রথম ম্যাচে হারের ক্ষত শুকাতে না শুকাতেই বাংলাদেশ দল এখন পাকিস্তানের পথে।
সেখানে আগামীকাল ৩ সেপ্টেম্বর আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। ওই ম্যাচটি বাংলাদেশ জিতলে সুযোগ থাকবে সুপার ফোরের। একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ ম্যাচের দিকে। হারলে সরাসরি ছিটকে পড়তে হবে এশিয়া কাপের যাত্রা থেকে।
এদিকে দলের এমন ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারের পর গতকাল শুক্রবার গণমাধ্যমকর্মীরা ভিড় করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানস্থ বাসভবনে। তবে এদিন চুপচাপই ছিলেন বিসিবি প্রধান।
এ সময় সংক্ষিপ্ত কথায় পাপন বলেন, 'কি কথা বলবো? ক্যাপ্টেন কোচ কারো সাথেই তো কথা হয়নি!' গণমাধ্যমের সঙ্গে এরপর আর কোনো কথা বলেননি তিনি। প্রথম ম্যাচে হারের ক্ষত শুকাতে না শুকাতেই বাংলাদেশ দল এখন পাকিস্তানের পথে।
সেখানে আগামীকাল ৩ সেপ্টেম্বর আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। ওই ম্যাচটি বাংলাদেশ জিতলে সুযোগ থাকবে সুপার ফোরের। একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ ম্যাচের দিকে। হারলে সরাসরি ছিটকে পড়তে হবে এশিয়া কাপের যাত্রা থেকে।