চলতি এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দলের ফর্ম বিবেচনা করে অনেকেই পাকিস্তানকে এগিয়ে রাখছে। ভয়ংকর এক পেস আক্রমণ, শাদাব খানের মতো এক লেগ স্পিনার আর ব্যাটসম্যানদের দুর্দান্ত ফর্ম মিলিয়ে পাকিস্তান এবারের এশিয়া কাপে ফেবারিট। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা তাই বহুদিন পর গলা বেশ উচু করে ম্যাচ নিয়ে কথা বলছেন।
কেউ বলছেন ভারতের কোনো সুযোগ নেই, কেউবা কোহলি বনাম বাবর আজম-এই তর্কে পাকিস্তান অধিনায়ককে এগিয়ে রাখছেন। ফর্মের আনন্দে তারা ইতিহাস নিয়ে আর মাথা ঘামচ্ছেন না। অথচ ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে পাকিস্তান ৯ বছর ধরে ভারতকে হারাতে পারছে না। এশিয়া কাপে সর্বশেষ দেখাতেই জিতেছে পাকিস্তান, তবে সেটা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ।
ওয়ানডেতে দুই দলের সর্বশেষ দেখা চার বছর আগে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৮৯ রানে হেরেছে পাকিস্তান। এর আগে ২০১৮ এশিয়া কাপে দুইবার দেখা হয়েছিল দুই দলের। দুই ম্যাচেই ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। গ্রুপ পর্বে ২১ ওভার হাতে রেখে জয় পেয়েছিল ভারত। সুপার ফোরে প্রয়োজন হয়নি ১০ ওভারের বেশি।
গত ৯ বছরে ওয়ানডেতে ভারতের বিপক্ষে পাকিস্তানের একমাত্র জয়টি এসেছে ২০১৭ সালে। তবে সে জয়ই পাকিস্তানকে একটি বৈশ্বিক শিরোপা এনে দিয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে ভারতের কাছে ১২৪ রানে হেরেছিল পাকিস্তান। ফাইনালে আবার দেখা হলে মধুর প্রতিশোধ নিয়েছিল পাকিস্তান। প্রথমে ব্যাট করে ফখর জামানের ঝোড়ো সেঞ্চুরিতে ৩৩৮ রান তোলে পাকিস্তান।
ফাইনালে এত বড় লক্ষ্যের চাপে ভেঙে পড়ে ভারতের লাইনআপ। ১৮০ রানের ব্যবধানে হেরে বসে ভারত। কিন্তু এশিয়া কাপে ৫০ ওভারের ম্যাচে ভারতকে হারানোর স্বাদ পাকিস্তান সর্বশেষ পেয়েছে ২০১৪ সালে। মিরপুরে প্রথমে ব্যাট করে ২৪৫ রান তুলেছিল ভারত।
এই লক্ষ্যকেই কঠিন বানিয়ে ফেলেছিল পাকিস্তান। ১০ বলে ১১ রান দরকার ছিল, এমন অবস্থায় ১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ ৫ বলে ১০ রান দরকার ছিল পাকিস্তানের। হাতে ছিল মাত্র ১ উইকেট। তৃতীয় বলে স্ট্রাইক পান শহীদ আফ্রিদি। টানা দুই বলে দুই ছক্কায় নাটকীয় জয় এনে দেন আফ্রিদি।
কেউ বলছেন ভারতের কোনো সুযোগ নেই, কেউবা কোহলি বনাম বাবর আজম-এই তর্কে পাকিস্তান অধিনায়ককে এগিয়ে রাখছেন। ফর্মের আনন্দে তারা ইতিহাস নিয়ে আর মাথা ঘামচ্ছেন না। অথচ ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে পাকিস্তান ৯ বছর ধরে ভারতকে হারাতে পারছে না। এশিয়া কাপে সর্বশেষ দেখাতেই জিতেছে পাকিস্তান, তবে সেটা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ।
ওয়ানডেতে দুই দলের সর্বশেষ দেখা চার বছর আগে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৮৯ রানে হেরেছে পাকিস্তান। এর আগে ২০১৮ এশিয়া কাপে দুইবার দেখা হয়েছিল দুই দলের। দুই ম্যাচেই ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। গ্রুপ পর্বে ২১ ওভার হাতে রেখে জয় পেয়েছিল ভারত। সুপার ফোরে প্রয়োজন হয়নি ১০ ওভারের বেশি।
গত ৯ বছরে ওয়ানডেতে ভারতের বিপক্ষে পাকিস্তানের একমাত্র জয়টি এসেছে ২০১৭ সালে। তবে সে জয়ই পাকিস্তানকে একটি বৈশ্বিক শিরোপা এনে দিয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে ভারতের কাছে ১২৪ রানে হেরেছিল পাকিস্তান। ফাইনালে আবার দেখা হলে মধুর প্রতিশোধ নিয়েছিল পাকিস্তান। প্রথমে ব্যাট করে ফখর জামানের ঝোড়ো সেঞ্চুরিতে ৩৩৮ রান তোলে পাকিস্তান।
ফাইনালে এত বড় লক্ষ্যের চাপে ভেঙে পড়ে ভারতের লাইনআপ। ১৮০ রানের ব্যবধানে হেরে বসে ভারত। কিন্তু এশিয়া কাপে ৫০ ওভারের ম্যাচে ভারতকে হারানোর স্বাদ পাকিস্তান সর্বশেষ পেয়েছে ২০১৪ সালে। মিরপুরে প্রথমে ব্যাট করে ২৪৫ রান তুলেছিল ভারত।
এই লক্ষ্যকেই কঠিন বানিয়ে ফেলেছিল পাকিস্তান। ১০ বলে ১১ রান দরকার ছিল, এমন অবস্থায় ১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ ৫ বলে ১০ রান দরকার ছিল পাকিস্তানের। হাতে ছিল মাত্র ১ উইকেট। তৃতীয় বলে স্ট্রাইক পান শহীদ আফ্রিদি। টানা দুই বলে দুই ছক্কায় নাটকীয় জয় এনে দেন আফ্রিদি।