আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। ইংল্যান্ডের আবহাওয়ার খবর এমনই। সিরিজ আয়ারল্যান্ডের সঙ্গে হলেও বৃষ্টি শঙ্কাতেই আবার খেলা হচ্ছে ইংল্যান্ডে। সেখানে যে মাঠে খেলা হবে সেই মাঠে ঠিকমতো অনুশীলনও করতে পারেনি টিম টাইগার্স। বৃষ্টির কারণে একমাত্র প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এমন বাস্তবতায় বেশ বিরক্ত বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
তিনি বলেছেন, ‘আগে জানলে এমন সূচিতে খেলতে রাজি হতাম না।’ আজ মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।
যে ভেন্যুতে ম্যাচ গড়াবে সেই মাঠের ব্যস্ত শিডিউলের কারণে রোববার পর্যন্ত প্রবেশই করতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা। অন্য মাঠে অনুশীলন করতে হয়েছে টাইগারদের। তাছাড়া বিরূপ আবহাওয়ার কারণে অনুশীলনও ঠিকমতো করতে পারেননি সাকিব-তামিমরা।
এই প্রসঙ্গে বাংলাদেশ দলের কোচ হাথুরুসিংহে বলেছেন, ‘এটি একটি বিরল ঘটনা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ অথচ আমরা খেলছি ইংল্যান্ডে। সাধারণত এমনটা খুব একটা হয় না। আমি কাউকে দোষারোপ করছি না। এটা প্রথমবার। যদি আমরা জানতাম যে এমনকিছু হচ্ছে, তাহলে এই ধরনের শিডিউলে রাজি হতাম না। এই ধরনের প্রস্তুতিও সঠিক নয়। কাউকে দোষ না দিয়ে এর থেকে আমরা শিক্ষা নেব।’
এদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড সিরিজ খুব একটা উপকারে আসবে না বলেও মনে করছেন কোচ। তার মতে ভারতের কন্ডিশনের সঙ্গে ইংল্যান্ডের এই কন্ডিশনের কোনো মিল নেই। তিনি বলেন, ‘আমরা ভারতে (ওয়ানডে বিশ্বকাপ) এমন কন্ডিশনে খেলতে যাচ্ছি না। এখানে (ইংল্যান্ডে) আমরা জয়ের দিকেই মনোযোগ দেব। দেখব এই কন্ডিশনে কেমন করতে পারি। আমরা বিশ্বকাপের জন্য এই কন্ডিশনের দিকে খুব একটা নজর দিচ্ছি না।’
তিনি বলেছেন, ‘আগে জানলে এমন সূচিতে খেলতে রাজি হতাম না।’ আজ মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।
যে ভেন্যুতে ম্যাচ গড়াবে সেই মাঠের ব্যস্ত শিডিউলের কারণে রোববার পর্যন্ত প্রবেশই করতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা। অন্য মাঠে অনুশীলন করতে হয়েছে টাইগারদের। তাছাড়া বিরূপ আবহাওয়ার কারণে অনুশীলনও ঠিকমতো করতে পারেননি সাকিব-তামিমরা।
এই প্রসঙ্গে বাংলাদেশ দলের কোচ হাথুরুসিংহে বলেছেন, ‘এটি একটি বিরল ঘটনা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ অথচ আমরা খেলছি ইংল্যান্ডে। সাধারণত এমনটা খুব একটা হয় না। আমি কাউকে দোষারোপ করছি না। এটা প্রথমবার। যদি আমরা জানতাম যে এমনকিছু হচ্ছে, তাহলে এই ধরনের শিডিউলে রাজি হতাম না। এই ধরনের প্রস্তুতিও সঠিক নয়। কাউকে দোষ না দিয়ে এর থেকে আমরা শিক্ষা নেব।’
এদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড সিরিজ খুব একটা উপকারে আসবে না বলেও মনে করছেন কোচ। তার মতে ভারতের কন্ডিশনের সঙ্গে ইংল্যান্ডের এই কন্ডিশনের কোনো মিল নেই। তিনি বলেন, ‘আমরা ভারতে (ওয়ানডে বিশ্বকাপ) এমন কন্ডিশনে খেলতে যাচ্ছি না। এখানে (ইংল্যান্ডে) আমরা জয়ের দিকেই মনোযোগ দেব। দেখব এই কন্ডিশনে কেমন করতে পারি। আমরা বিশ্বকাপের জন্য এই কন্ডিশনের দিকে খুব একটা নজর দিচ্ছি না।’