আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
জুমার নামাজের সময় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার জামতৈল পূর্ব বাজার সরকার ফার্মেসী নামের ঔষধের দোকানে এই ঘটনা ঘটে।
ফার্মেসীর মালিক জানান আমি দোকানের সামনেই থাকা মসজিদে জুম্মার নামাজের সময় দোকানের স্যাটার নামিয়ে মসজিদে যাই। নামাজ পড়ে ফিরে এসে দেখি দোকানের স্যাটার একটা অর্ধেক উঠানো আছে। ভিতরে গিয়ে দেখি ক্যাশ খোলা। ক্যাশে প্রায় ৭হাজার টাকা আর স্মার্টফোন ছিল সেগুলো কিছুই নেই। পরে দোকানে থাকা সিসি ক্যামেরায় দেখতে পাই মাস্কপরা এক চোর ঢুকে টাকা আর স্মার্টফোন নিয়ে গেছে। এব্যাপারে আমি কামারখন্দ থানায় মৌখিকভাবে জানিয়েছি।
বিষয়টি নিয়ে কামারখন্দ থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, আমরা সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ হাতে পেয়েছি এবং এটা দেখে চোর সনাক্তের চেষ্টা করছি।