এবার সুযোগটা হঠাৎ করেই পেয়েছেন এনামুল হক বিজয়। গত বছর তামিম ইকবাল ও ল্টন দাসের অনুপস্থিতিতে ওয়ানডেতে সুযোগ পেলেও ২০২৩ সালে ওয়ানডে দলে ঢুকতে পারছিলেন না তিনি। রনি তালুকদার বা মোহাম্মদ নাঈম শেখকে বাজিয়ে দেখা হয়েছে। এমনকি তরুণ তানজীদ হাসান তামিমও এশিয়া কাপের স্কোয়াডে ডাক পেয়েছেন তাঁর আগে।
কিন্তু টুর্নামেন্টের আগে লিটন দাসের জ্বর ভাগ্য খুলে দিয়েছে বিজয়ের। প্রথমে লিটনের সেরে ওঠার জন্য অপেক্ষা করা হলেও আজ লিটনের বদলে এশিয়া কাপের দলে ডাকা হয়েছে এনামুল হক বিজয়কে। আকস্মিকভাবে সুযোগ পেয়ে বিজয়কে এখন দলের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন পরীক্ষা দিতে হবে। প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন ক্যান্ডিতে। আগামীকালই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাংলাদেশের।
এ কারণে আজ সাংবাদিকদের কাছে দলে ডাক পাওয়ার প্রতিক্রিয়ায় স্বভাবজাত বিজয়কে পাওয়া যায়নি। খুব অল্প কথায় শেষ করেছেন বিজয়, ‘আমার বেশি কিছু বলার নেই। শুধু এটুকুই বলব, প্রচুর ভালোবাসা ও দোয়া ছিল। যে কারণে আজ হয়তো বাংলাদেশ দলে আবার সুযোগ পেয়েছি। আপনারা দোয়া রাখবেন। আমি ইনশাআল্লাহ্ চেষ্টা করব সেরাটা দেওয়ার।’
এদিকে এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন না। এভাবে হঠাৎ ডাক পেয়ে মানিয়ে নিতে পারবেন কি বিজয়? এভাবে টুর্নামেন্টের একদিন আগে ডাক পেয়ে দলকে কতটুকু সাহায্য করতে পারবেন? বিজয় আশাবাদী, ‘টাইগার্স ক্যাম্পে যেহেতু ছিলাম, (জেমি) সিডন্সের কোচিংয়ে ছিলাম। ভালো প্রস্তুতি হয়েছে। বাকিটা দেখি। সুযোগ যদি আসে, চেষ্টা করব। আপনারা দোয়া রাখবেন।’
কিন্তু টুর্নামেন্টের আগে লিটন দাসের জ্বর ভাগ্য খুলে দিয়েছে বিজয়ের। প্রথমে লিটনের সেরে ওঠার জন্য অপেক্ষা করা হলেও আজ লিটনের বদলে এশিয়া কাপের দলে ডাকা হয়েছে এনামুল হক বিজয়কে। আকস্মিকভাবে সুযোগ পেয়ে বিজয়কে এখন দলের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন পরীক্ষা দিতে হবে। প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন ক্যান্ডিতে। আগামীকালই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাংলাদেশের।
এ কারণে আজ সাংবাদিকদের কাছে দলে ডাক পাওয়ার প্রতিক্রিয়ায় স্বভাবজাত বিজয়কে পাওয়া যায়নি। খুব অল্প কথায় শেষ করেছেন বিজয়, ‘আমার বেশি কিছু বলার নেই। শুধু এটুকুই বলব, প্রচুর ভালোবাসা ও দোয়া ছিল। যে কারণে আজ হয়তো বাংলাদেশ দলে আবার সুযোগ পেয়েছি। আপনারা দোয়া রাখবেন। আমি ইনশাআল্লাহ্ চেষ্টা করব সেরাটা দেওয়ার।’
এদিকে এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন না। এভাবে হঠাৎ ডাক পেয়ে মানিয়ে নিতে পারবেন কি বিজয়? এভাবে টুর্নামেন্টের একদিন আগে ডাক পেয়ে দলকে কতটুকু সাহায্য করতে পারবেন? বিজয় আশাবাদী, ‘টাইগার্স ক্যাম্পে যেহেতু ছিলাম, (জেমি) সিডন্সের কোচিংয়ে ছিলাম। ভালো প্রস্তুতি হয়েছে। বাকিটা দেখি। সুযোগ যদি আসে, চেষ্টা করব। আপনারা দোয়া রাখবেন।’