এবার অসুস্থতার কারণে এশিয়া কাপে বাংলাদেশের দল থেকে ছিটকে গেলেন লিটন দাস। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।
আজ বুধবার ৩০ আগস্ট সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি আরও জানিয়েছে আজই দলের সঙ্গে যোগ দেবেন বিজয়।
এর আগে গতকালই জানা গিয়েছিল অসুস্থতার কারণে অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না লিটন দাস। তবে সুস্থ হলে পাকিস্তান পর্বে খেলবেন এমন আশা ছিল টিম ম্যানেজমেন্টের।
তবে শেষমেশ ঠিক সময়ে সুস্থ না হওয়ায় লিটন দাস গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। এদিকে লিটন কুমার দাসের জায়গায় এশিয়া কাপের স্কোয়াডে যুক্ত হয়েছেন এনামুল হক বিজয়।
৩০ বছর বয়সী এনামুল হক বিজয় এখন অব্দি ৪৪ ওয়ানডে খেলে রান করেছেন ১২৫৪, আছে ৩ শতক। সর্বশেষ গেল বছরে ডিসেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি।
আজ বুধবার ৩০ আগস্ট সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি আরও জানিয়েছে আজই দলের সঙ্গে যোগ দেবেন বিজয়।
এর আগে গতকালই জানা গিয়েছিল অসুস্থতার কারণে অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না লিটন দাস। তবে সুস্থ হলে পাকিস্তান পর্বে খেলবেন এমন আশা ছিল টিম ম্যানেজমেন্টের।
তবে শেষমেশ ঠিক সময়ে সুস্থ না হওয়ায় লিটন দাস গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। এদিকে লিটন কুমার দাসের জায়গায় এশিয়া কাপের স্কোয়াডে যুক্ত হয়েছেন এনামুল হক বিজয়।
৩০ বছর বয়সী এনামুল হক বিজয় এখন অব্দি ৪৪ ওয়ানডে খেলে রান করেছেন ১২৫৪, আছে ৩ শতক। সর্বশেষ গেল বছরে ডিসেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি।