রাব্বি সরকার, নরসিংদী থেকে: নরসিংদীর পলাশ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ৯ জন ও বিড়ালের কামড়ে একজন ১ জন আহত হয়েছে। রবিবার (২৭ আগস্ট) উপজেলার ঘোড়াশাল পৌরসভা ও জিনারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্থানীয়রা জানান, রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় বের হওয়ার পর ২টি পাগলা কুকুরে কামড়ে নারী পুরুষ সহ ৯ জন ও বিড়ালের কামড়ে ১ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়।
আহতরা হলেন, ঘোড়াশাল পৌর এলাকার পাইকসার গ্রামের জসিম উদ্দিন, একই গ্রামের রুষ্ণ পাল, দিগদা এলাকার সুকুমল, সঞ্জিত, রাজাব এলাকার সাহিদা, সারকারখানার সাথী বেগম (বিড়ালের কামড়ে আহত), ইসমাইল, কুমারটেক এলাকার শাহাদাত হোসেন, একই এলাকার মিলন বালা, ও জিনারদী ইউনিয়নের রাবান এলাকার গীতা বসু।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: হারুনুর রশীদ জানান, কুকুরের কামড়ে আহত নয় জন ও বিড়ালের কামড়লে আহত একজনকে আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে এদের মধ্যে আট জনকে এখান থেকে ভেকসিন দেওয়া হয় আর বাকি দুজনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় নরসিংদীতে রেফার্ড করা হয়।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্থানীয়রা জানান, রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় বের হওয়ার পর ২টি পাগলা কুকুরে কামড়ে নারী পুরুষ সহ ৯ জন ও বিড়ালের কামড়ে ১ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়।
আহতরা হলেন, ঘোড়াশাল পৌর এলাকার পাইকসার গ্রামের জসিম উদ্দিন, একই গ্রামের রুষ্ণ পাল, দিগদা এলাকার সুকুমল, সঞ্জিত, রাজাব এলাকার সাহিদা, সারকারখানার সাথী বেগম (বিড়ালের কামড়ে আহত), ইসমাইল, কুমারটেক এলাকার শাহাদাত হোসেন, একই এলাকার মিলন বালা, ও জিনারদী ইউনিয়নের রাবান এলাকার গীতা বসু।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: হারুনুর রশীদ জানান, কুকুরের কামড়ে আহত নয় জন ও বিড়ালের কামড়লে আহত একজনকে আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে এদের মধ্যে আট জনকে এখান থেকে ভেকসিন দেওয়া হয় আর বাকি দুজনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় নরসিংদীতে রেফার্ড করা হয়।