আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২২ হাজার পিচ ইয়াবাসহ সাহাব উদ্দিন (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ ও সলঙ্গা থানা যৌথ অভিযান চালিয়ে এই মাদক জব্দ করে। যার বাজার মূল প্রায় অর্ধকোটি টাকা। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার।
গ্রেপ্তার সাহাব উদ্দিন চট্টগ্রাম জেলার রামু থানার উত্তর খুনিয়াপালং গ্রামের সৈয়দ আলমের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেট কারে থাকা ময়দা ভর্তি বাজারের ব্যাগের ভেতর থাকা ১১টি প্যাকেট থেকে ২২ হাজার পিস ইয়াবা জব্দ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানায়, ইয়াবা ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে আদালত পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ রওশন আলী ও সলঙ্গা থানার অফিসার্স ইনচার্জ এনামুল হক।
গ্রেপ্তার সাহাব উদ্দিন চট্টগ্রাম জেলার রামু থানার উত্তর খুনিয়াপালং গ্রামের সৈয়দ আলমের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেট কারে থাকা ময়দা ভর্তি বাজারের ব্যাগের ভেতর থাকা ১১টি প্যাকেট থেকে ২২ হাজার পিস ইয়াবা জব্দ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানায়, ইয়াবা ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে আদালত পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ রওশন আলী ও সলঙ্গা থানার অফিসার্স ইনচার্জ এনামুল হক।