পিরোজপুরের কাউখালীতে বাবার মৃত্যুর সংবাদ সহ্য করতে না পেরে একদিন পর ছেলে আরিফও (৩২) মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার শ্যামলীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে পিরোজপুরের কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার একটি পরিবারে।
জানা গেছে, কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকা নিবাসী নুরুল ইসলাম গত ২১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর সংবাদ পাওয়া মাত্র নুরুল ইসলামের ছোট ছেলে আরিফ হোসেন সোমবার স্ট্রোক করলে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মারা যান।
এ বিষয়ে আরিফের শাশুড়ি নাসিরা রেখা গণমাধ্যমকে জানান, বাবার কবরের পাশেই আরিফের দাফন সম্পন্ন হবে। পরিবারের কেউ কথা বলার মতো অবস্থাতে নেই। তিনি আরও জানান, আরিফের ৫ বছর বয়সী একটি মেয়ে আছে।
জানা গেছে, কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকা নিবাসী নুরুল ইসলাম গত ২১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর সংবাদ পাওয়া মাত্র নুরুল ইসলামের ছোট ছেলে আরিফ হোসেন সোমবার স্ট্রোক করলে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মারা যান।
এ বিষয়ে আরিফের শাশুড়ি নাসিরা রেখা গণমাধ্যমকে জানান, বাবার কবরের পাশেই আরিফের দাফন সম্পন্ন হবে। পরিবারের কেউ কথা বলার মতো অবস্থাতে নেই। তিনি আরও জানান, আরিফের ৫ বছর বয়সী একটি মেয়ে আছে।