বিরোধী দলগুলোকে মিছিল-মিটিং করার অনুমতি দেওয়া হচ্ছে। তবে শর্ত ভঙ্গ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার (১৮ আগস্ট) এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গোলাম ফারুক বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে রাজপথে মিছিল-মিটিং চলছে। এ অবস্থায় রাজনৈতিক দলগুলো আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে আমাদের প্রস্তুতি আছে। বিরোধী দলগুলোকে মিছিল-মিটিং করার অনুমতি দেওয়া হচ্ছে। তবে, শর্ত ভঙ্গ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আমাদের প্রস্তুতি তো বড় কথা নয়। তাদের আমরা অনুমতি দিলাম, তাদের দায়িত্বটা বড়। কথায় কথায় অ্যাকশন নেওয়া এ সব করতে চাই না। আমরা সবাই দায়িত্বশীল। তাদের দায়িত্বের প্রতি আমরা শ্রদ্ধা রাখতে চাই। তারপরও যদি তারা দায়িত্ব পালন করতে না পারে, তাহলে এর দায়দায়িত্ব তাদের বহন করতে হবে।
গোলাম ফারুক বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে রাজপথে মিছিল-মিটিং চলছে। এ অবস্থায় রাজনৈতিক দলগুলো আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে আমাদের প্রস্তুতি আছে। বিরোধী দলগুলোকে মিছিল-মিটিং করার অনুমতি দেওয়া হচ্ছে। তবে, শর্ত ভঙ্গ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আমাদের প্রস্তুতি তো বড় কথা নয়। তাদের আমরা অনুমতি দিলাম, তাদের দায়িত্বটা বড়। কথায় কথায় অ্যাকশন নেওয়া এ সব করতে চাই না। আমরা সবাই দায়িত্বশীল। তাদের দায়িত্বের প্রতি আমরা শ্রদ্ধা রাখতে চাই। তারপরও যদি তারা দায়িত্ব পালন করতে না পারে, তাহলে এর দায়দায়িত্ব তাদের বহন করতে হবে।