আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে: জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা মডেল মসজিদের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) শত শত মুসল্লিরা সমবেত হয়ে নামাজ আদায়ের মধ্য দিয়ে এ মসজিদের কার্যক্রম শুরু হয়। জুম্মার নামাজের ইমামতি করেন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ ইউসুফ আলী।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জুম্মার নামাজে শরিক হন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ২০১৯ সালে উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে সারাদেশে এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পরে আজ জুম্মার নামাজের মধ্য দিয়ে এ মসজিদের কার্যক্রম শুরু হয়। এ মডেল মসজিদে পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীদের জন্য নামাজের ব্যবস্থা, মক্তব বা কোরআন শিক্ষার ব্যবস্থা, হজ্ব প্রশিক্ষণ কেন্দ্র সহ আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জুম্মার নামাজে শরিক হন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ২০১৯ সালে উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে সারাদেশে এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পরে আজ জুম্মার নামাজের মধ্য দিয়ে এ মসজিদের কার্যক্রম শুরু হয়। এ মডেল মসজিদে পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীদের জন্য নামাজের ব্যবস্থা, মক্তব বা কোরআন শিক্ষার ব্যবস্থা, হজ্ব প্রশিক্ষণ কেন্দ্র সহ আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে।