গাজীপুরের টঙ্গীর মিল গেইট নামাপাড়া এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, গাজীপুরের ২টি ও উত্তরার ৩টি ইউনিটসহ মোট আটটি ইউনিট কাজ করছে। রোববার (৭ মে) বেলা পৌনে তিনটার দিকে টঙ্গীর মিল গেইট নামার বাজার এলাকার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. রব্বানী।
টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্য মো. রব্বানী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রোল অপারেটর আনিসুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্য মো. রব্বানী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রোল অপারেটর আনিসুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।