অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবে পাড়ি জমালেন নেইমার। ব্রাজিলের তারকা এই ফুটবলারের নতুন ঠিকানা সৌদি ক্লাব আল হিলাল। রিয়াদে গিয়ে চুক্তি স্বাক্ষর থেকে, ফটোসেশনে অংশ নেয়ার কাজটাও ইতোমধ্যে সম্পন্ন করেছেন তিনি। সৌদি ক্লাবে যোগ দিয়ে নেইমার বলেন, আল হিলাল এশিয়ার সেরা ক্লাব।
এদিকে ক্যারিয়ারের শেষ দিকে রয়েছেন ৩১ বছর বয়সী নেইমার। ব্রাজিলের জার্সিতেও সেরা সময় পার করে এসেছেন। তার ওপর ইনজুরি লেগেই থাকে। কিন্তু তাকে যেভাবে বরণ করে নিলো আল হিলাল সেটাই চমক জাগানো। পিএসজিকে ট্রান্সফার ফি দিতে হয়েছে ৯০ মিলিয়ন ইউরো। সঙ্গে অনান্য শর্ত তো আছেই।
আর যে গুঞ্জন আকাশে-বাতাসে সেটা সত্য হলে নেইমার নিজে প্রতি বছর পাবেন ১৫০ মিলিয়ন ইউরো। টাকায় ১ হাজার ৭৯০ কোটি। চুক্তিটা দু’বছরের। তাই অংকটা গিয়ে দাড়াবে ৩ হাজার ৫৮০ কোটি টাকা। সঙ্গে ব্যক্তিগত বিমান, আবাসন, অনান্য সুযোগ সুবিধা মিলে আরও বেশি।
এদিকে নতুন ক্লাবে যোগ দিয়ে নেইমার জানান, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তারকা এই ফুটবলার বলেন, ‘আল হিলাল অনেক বড় ক্লাব। তাদের দারুণ সব সমর্থক রয়েছে। এশিয়ার মধ্যে এটা সেরা ক্লাব। আমি মনে করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ক্লাবকেই বেছে নিয়েছি। আমি জিততে এবং গোল করতে ভালোবাসি। সৌদি আরবে আল হিলালের হয়েও সেটা অব্যাহত রাখতে চাই।’
এদিকে ক্যারিয়ারের শেষ দিকে রয়েছেন ৩১ বছর বয়সী নেইমার। ব্রাজিলের জার্সিতেও সেরা সময় পার করে এসেছেন। তার ওপর ইনজুরি লেগেই থাকে। কিন্তু তাকে যেভাবে বরণ করে নিলো আল হিলাল সেটাই চমক জাগানো। পিএসজিকে ট্রান্সফার ফি দিতে হয়েছে ৯০ মিলিয়ন ইউরো। সঙ্গে অনান্য শর্ত তো আছেই।
আর যে গুঞ্জন আকাশে-বাতাসে সেটা সত্য হলে নেইমার নিজে প্রতি বছর পাবেন ১৫০ মিলিয়ন ইউরো। টাকায় ১ হাজার ৭৯০ কোটি। চুক্তিটা দু’বছরের। তাই অংকটা গিয়ে দাড়াবে ৩ হাজার ৫৮০ কোটি টাকা। সঙ্গে ব্যক্তিগত বিমান, আবাসন, অনান্য সুযোগ সুবিধা মিলে আরও বেশি।
এদিকে নতুন ক্লাবে যোগ দিয়ে নেইমার জানান, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তারকা এই ফুটবলার বলেন, ‘আল হিলাল অনেক বড় ক্লাব। তাদের দারুণ সব সমর্থক রয়েছে। এশিয়ার মধ্যে এটা সেরা ক্লাব। আমি মনে করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ক্লাবকেই বেছে নিয়েছি। আমি জিততে এবং গোল করতে ভালোবাসি। সৌদি আরবে আল হিলালের হয়েও সেটা অব্যাহত রাখতে চাই।’